সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য রাসূল (সা.) এর দৃষ্টিতে সেরা ১০ জন মানুষ

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
850
Comments
999
Reactions
9,484
Credits
4,292
• এক. রাসুলুল্লাহ ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।'- (বুখারি, হাদিস নম্বর : ৫০২৭)

• দুই. রাসুলুল্লাহ ইরশাদ করেছেন, 'নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।'- (বুখারি, হাদিস নম্বর : ৬০৩৫)

• তিন. মহানবী ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।'- (বুখারি, হাদিস নম্বর : ২৩০৫)

• চার. রাসুলে করিম ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।' - (তিরমিজি, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২)

• পাঁচ. রাসুলে করিম ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।'- (সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর: ৪১৭৭)

• ছয়. মহানবী ইরশাদ করেছেন, 'সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয়।'- (জামিউল আহাদিস, হাদিস : ১২১০১)

• সাত. মহানবী ইরশাদ করেছেন, 'সর্বোত্তম মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী।- (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৮৯)

• আট. মহানবী ইরশাদ করেছেন, 'শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।- (সহিহুল জামে, হাদিস : ৩২৯১)

• নয়. মহানবী ইরশাদ করেছেন, 'আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।'- (তিরমিজি, হাদিস নম্বর: ১৯৪৪)

• দশ. রাসুলুল্লাহ ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।'- (বুখারি, হাদিস নম্বর : ৩৫৫৯)
 
COMMENTS ARE BELOW
Top