আসসালামু আলাইকুম,
আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
রাসূল (ﷺ) উম্মত হিসেবে আমাদের নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিনে সিয়াম পালন করা জায়েজ নয়। কেননা এই দিন রাসূল (ﷺ) আমাদেরকে সিয়াম পালন করতে বলেননি। তার পথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনসহ অন্যান্য সাহাবীরা নিজের কিংবা রাসূল (ﷺ) এর জন্মদিনে সিয়াম পালন করেননি। যদি জন্মদিন উপলক্ষে সিয়াম পালন করা শরিয়তসম্মত আমল হত তাহলে প্রত্যেক সাহাবী এবং পূর্ববর্তী আলেমগণ ও নেকীর কাজে অগ্রগামী ব্যক্তিগণ এ দিনটি পালন করতেন। যখন তাঁরা সেটা করেননি কাজেই জানা গেল যে, এটি নব-প্রচলিত; এটি পালন করা যাবে না।
রাসূল (ﷺ) উম্মত হিসেবে আমাদের নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিনে সিয়াম পালন করা জায়েজ নয়। কেননা এই দিন রাসূল (ﷺ) আমাদেরকে সিয়াম পালন করতে বলেননি। তার পথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনসহ অন্যান্য সাহাবীরা নিজের কিংবা রাসূল (ﷺ) এর জন্মদিনে সিয়াম পালন করেননি। যদি জন্মদিন উপলক্ষে সিয়াম পালন করা শরিয়তসম্মত আমল হত তাহলে প্রত্যেক সাহাবী এবং পূর্ববর্তী আলেমগণ ও নেকীর কাজে অগ্রগামী ব্যক্তিগণ এ দিনটি পালন করতেন। যখন তাঁরা সেটা করেননি কাজেই জানা গেল যে, এটি নব-প্রচলিত; এটি পালন করা যাবে না।