প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন উপলক্ষে সিয়াম থাকা

Joined
Aug 6, 2024
Threads
33
Comments
40
Reactions
403
১২ ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন উপলক্ষে সিয়াম থাকা যাবে কি ?
 
Solution
রাসূল (ﷺ) উম্মত হিসেবে আমাদের নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিনে সিয়াম পালন করা জায়েজ নয়। কেননা এই দিন রাসূল (ﷺ) আমাদেরকে সিয়াম পালন করতে বলেননি। তার পথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনসহ অন্যান্য সাহাবীরা নিজের কিংবা রাসূল (ﷺ) এর জন্মদিনে সিয়াম পালন করেননি। যদি জন্মদিন উপলক্ষে সিয়াম পালন করা শরিয়তসম্মত আমল হত তাহলে প্রত্যেক সাহাবী এবং পূর্ববর্তী আলেমগণ ও নেকীর কাজে অগ্রগামী ব্যক্তিগণ এ দিনটি পালন করতেন। যখন তাঁরা সেটা করেননি কাজেই জানা গেল যে, এটি নব-প্রচলিত; এটি পালন করা যাবে না।

বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুন।

নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিন উপলক্ষে বছরের নিদিষ্ট কোন দিন রোজা রাখা জায়েজ কি?
রাসূল (ﷺ) উম্মত হিসেবে আমাদের নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিনে সিয়াম পালন করা জায়েজ নয়। কেননা এই দিন রাসূল (ﷺ) আমাদেরকে সিয়াম পালন করতে বলেননি। তার পথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনসহ অন্যান্য সাহাবীরা নিজের কিংবা রাসূল (ﷺ) এর জন্মদিনে সিয়াম পালন করেননি। যদি জন্মদিন উপলক্ষে সিয়াম পালন করা শরিয়তসম্মত আমল হত তাহলে প্রত্যেক সাহাবী এবং পূর্ববর্তী আলেমগণ ও নেকীর কাজে অগ্রগামী ব্যক্তিগণ এ দিনটি পালন করতেন। যখন তাঁরা সেটা করেননি কাজেই জানা গেল যে, এটি নব-প্রচলিত; এটি পালন করা যাবে না।

বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুন।

নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিন উপলক্ষে বছরের নিদিষ্ট কোন দিন রোজা রাখা জায়েজ কি?
 
Solution
Back
Top