‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

রাগান্বিত অবস্থায় দুআ সমূহ

রাগান্বিত হলে যা পড়তে হয়

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ​


উচ্চারণঃ আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম

অনুবাদঃ আমি আল্লাহ্‌র কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।

আল্লাহ্‌ তা'আলা বলেন - আর যদি শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।

রেফারেন্স: হা-মীম সাজদাহঃ ৪১:৩৬



রাগ দমনের প্রার্থনা #১


সুলাইমান ইবনু সুরাদ (রাঃ) বলেনঃ দু‘জন লোক নবী (ﷺ)-এর সম্মুখে পরস্পর গালাগালি করছিল। তাদের একজন এতই রাগান্বিত হয়েছিলো যে, তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল। তখন নবী (ﷺ) বললেনঃ "আমি অবশ্যই একটিই কালেমা জানি। সে ঐ কালেমাটি পড়লে তার রাগ চলে যেত"। তখন এক লোক তার কাছে গিয়ে নবী (ﷺ)-এর ঐ কথাটি তাকে জানালো আর বললো যে, "তুমি শয়তান থেকে আশ্রয় চাও"। তখন সে বললোঃ "আমার মধ্যে কি কোন রোগ দেখতে পাচ্ছ? আমি কি পাগল? চলে যাও তুমি।"

রেফারেন্স: বুখারীঃ ৬০৪৮



রাগ দমনের প্রার্থনা #২


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “সে শক্তিশালী নয়, যে (সব সময়) জয়ী থাকে; প্রকৃত শক্তিশালী সে-ই, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।"

রেফারেন্স: বুখারীঃ ৬১১৪
 

Share this page