সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
S

শিরক রশি, তাবিয, কবজ, সূতা, তাগা ইত্যাদির ব্যবহার

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,806
Credits
2,098
রশি, তাবিয, কবজ, সূতা, তাগা ইত্যাদি ব্যবহার করা:
হাদীসে এসেছে,

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْدٌ، فَبَايَعَ نِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: " إِنَّ عَلَيْهِ تَمِيمَةٌ فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: " مَنْ
عَلَّقَ تَمِيمَةٌ فَقَدْ أَشْرَكَ

উকবা ইবনে আমের আল-জুহানী (রাদিআল্লাহু তায়ালা আনহু ) থেকে বর্ণিত, তিনি বলেন, 'একদা রাসূলুল্লাহ
( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর খেদমতে একদল লোক উপস্থিত হলো। তিনি দলটির নয়জনকে বাই'আত করলেন, একজনকে করলেন না। তারা বলল, "হে আল্লাহর রাসূল! নয়জনকে বাই'আত করলেন একজনকে করলেন না?" রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "তার সাথে তাবিজ রয়েছে।" অতঃপর তিনি স্বহস্তে তা ছিঁড়ে ফেললেন এবং তাকে বাই'আত করলেন, আর বললেন, "যে ব্যক্তি তাবিজ ব্যবহার করল সে শির্ক করল। "১

অপর হাদীসে এসেছে,

عَنْ عُرْوَةَ رَحِمَهُ اللهُ قَالَ : دَخَلَ حُذَيْفَةُ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى مَرِيضٍ فَرَأَى فِي عَضُدِهِ سَيْرًا فَقَطَعَهُ - أَوِ انْتَزَعَهُ - ثُمَّ قَالَ : وَمَا يُؤْمِنُ اكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ ).

'উরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হুযাইফা (রাদিআল্লাহু তায়ালা আনহু)একজন রুগ্ন ব্যক্তির নিকট গমন করেন। তার হাতে একটা সূতা বাঁধা ছিল। তিনি ওটা দেখে ছিঁড়ে ফেলেন এবং​


তিলাওয়াত করেন, "তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে (ইবাদাতে) শির্ক করা অবস্থায়।" [সূরা ইউসুফ, ১২: ১০৬]২​

১) আহমাদ, আল-মুসনাদ, হা/১৭৪২২; ত্ববারানী, আল-মু'জামুল কাবীর, হা/৮৮৫; শাইখ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।

২) ইবনে কাসীর, আত-তাফসীর, ৪/৪১৮।
 
Top