রব দেখছেন

Joined
Jan 3, 2023
Threads
756
Comments
903
Reactions
7,997
একদা খলীফা উমার (রাদিআল্লাহু আনহু) রাত্রিবেলায় ছদ্মবেশে শহরে ঘুরছিলেন। এক ঘর থেকে মা-বেটির আওয়াজ তাঁর কানে এল, মা মেয়েকে বলছে, ‘দুধে পানি দিয়ে দে, বেশী হবে।’ মেয়ে বলছে, ‘আমীরুল মু'মিনীন এক ঘোষক দ্বারা ঘোষণা করিয়েছেন যে, দুধে পানি মিশানো যাবে না।’ মা বলছে, ‘এখানে না তোকে উমার দেখতে পাবে, আর না তাঁর ঘোষক।’ মেয়ে বলছে, ‘না মা! লোকালয়ে যার বাধ্য, নির্জনে তার অবাধ্যতা করতে পারি না! তাঁরা দেখেননি, তাঁদের রব তো দেখছেন!’

এ কথোপকথন শুনে খলীফা উমার (রাদিআল্লাহু আনহু) ঐ মেয়েকে নিজের পুত্রবধূ করে নিলেন। আর সেই মহিলার বংশসূত্রে জন্ম নিয়েছিলেন পঞ্চম খলীফা উমার বিন আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ)।

— অফিয়াতুল আ'য়ান : ৬/৩০২, সিফাতুস সাফওয়াহ : ২/৩৭
— করুণাময়ের করুণাপ্রাপ্ত, শাইখ আব্দুল হামীদ ফাইজী আল মাদানী, ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরি
 
Back
Top