যৌবনে হক্ব নষ্ট করবেন-তো বার্ধক্যে পস্তাবেন-
"জনৈক (মুখলিস) ব্যক্তি যিনি শতবছর বয়সী ছিলেন, কিন্তু তার দেহ ছিল সুঠাম এবং বোধশক্তি ছিল সতেজ। একদিন তিনি (উঁচু জায়গা থেকে) খুব জোরে এক লাফ দিলেন, সেজন্য উপস্থিত লোকেরা তাকে তিরস্কার করল! তখন তিনি এর জবাবে বললেন,"ছোটকালে আমি আমার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে পাপ-পঙ্কিলতা থেকে রক্ষা করেছি, তাই বুড়োকালে আল্লাহ আমার জন্য সেগুলো রক্ষা করছেন।
এর বিপরীতে জনৈক ব্যক্তি এক বৃদ্ধকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে দেখে বললেন,"এই লোকটা কতই-না দুর্বল। সে যৌবনে আল্লাহর হক্ব নষ্ট করেছিল, তাই বার্ধক্যে আল্লাহ তাকে কষ্টে ফেলেছেন’।"
– ইমাম ইবনু রজব হাম্বলী (১৩৩৫-১৩৯৩খৃ.) রাহিমাহুল্লাহ
জামি'ঊ উলূম ওয়াল হিকাম-লি ইবনু রজব
পৃষ্ঠা : ১৮৬
"জনৈক (মুখলিস) ব্যক্তি যিনি শতবছর বয়সী ছিলেন, কিন্তু তার দেহ ছিল সুঠাম এবং বোধশক্তি ছিল সতেজ। একদিন তিনি (উঁচু জায়গা থেকে) খুব জোরে এক লাফ দিলেন, সেজন্য উপস্থিত লোকেরা তাকে তিরস্কার করল! তখন তিনি এর জবাবে বললেন,"ছোটকালে আমি আমার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে পাপ-পঙ্কিলতা থেকে রক্ষা করেছি, তাই বুড়োকালে আল্লাহ আমার জন্য সেগুলো রক্ষা করছেন।
এর বিপরীতে জনৈক ব্যক্তি এক বৃদ্ধকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে দেখে বললেন,"এই লোকটা কতই-না দুর্বল। সে যৌবনে আল্লাহর হক্ব নষ্ট করেছিল, তাই বার্ধক্যে আল্লাহ তাকে কষ্টে ফেলেছেন’।"
– ইমাম ইবনু রজব হাম্বলী (১৩৩৫-১৩৯৩খৃ.) রাহিমাহুল্লাহ
জামি'ঊ উলূম ওয়াল হিকাম-লি ইবনু রজব
পৃষ্ঠা : ১৮৬