- Joined
- Apr 17, 2024
- Threads
- 16
- Comments
- 21
- Reactions
- 237
- Thread Author
- #1
তাবিঈ বিদ্বান সা'ঈদ ইবনুল মুসাইয়্যিব ইবনে হাযান আল-মাখযূমী আল-ক্বুরাশী (রাহিমাহুল্লাহ) (১৫-৯৪ হিঃ/৬৪২-৭১৫ খৃঃ) বলেনঃ
যে ব্যক্তি তার সম্পদ দ্বারা নিজের সম্মান রক্ষা করে, আত্মীয়তার বন্ধন অটুট রাখে এবং পাপ থেকে বেঁচে থাকে—তার সম্পদেই কল্যাণ নিহিত।
لَا خَيْرَ فِي مَالِ رَجُلٍ لَا يُصْلِحُ بِهِ عِرْضَهُ، وَيَصِلُ بِهِ رَحِمَهُ، وَيَسْتَغْنِي بِهِ عَنِ الْآثَامِ
যে ব্যক্তি তার সম্পদ দ্বারা নিজের সম্মান রক্ষা করে, আত্মীয়তার বন্ধন অটুট রাখে এবং পাপ থেকে বেঁচে থাকে—তার সম্পদেই কল্যাণ নিহিত।
[আবূ বাকর মুহাম্মাদ ইবনে জা’ফর ইবনে শাকির আল-খাইরাত্বী, মাকারিমুল আখলাক্ব (দারুল আফাক্ব আল-আরবীইয়্যা, কায়রো, ১ম সংস্করণ, ১৪১৯ হি./১৯৯৯ খ্রি.), তাহক্বীক্ব: আয়মান আব্দুল জাবির আল-বুহাইরী, পৃঃ ৬০, আসার নং-১৩৬;; ইসমাঈল ইবনু মুহাম্মাদ আত-তায়মী আল-ইসফাহানী, সিয়ারুস সালাফীস স্বালিহীন (রিয়াদ্ব: দারুল রাইয়াহ), তাহক্বীক্ব: ড. কারাম ইবনে হিলমী ইবনে আহমাদ, ৩য় খণ্ড, পৃঃ ৭৭৯;; আবূ বকর ইবনে আবীদ্দুনইয়া, ইসলাহুল মাল (বৈরূত: আল-মুআস্সাতুল কুতুব আস-সাক্বাফিয়্যাহ, ১ম সংস্করণ, ১৪১৪ হি./১৯৯৩ খ্রি.), তাহক্বীক্ব: মুসত্বাফা আব্দুল ক্বাদীর আত্বা, পৃঃ ৪৮, আসার: ১০৪।]