যে সম্পদে কল্যাণ নিহিত

Joined
Apr 17, 2024
Threads
16
Comments
21
Reactions
237
তাবিঈ বিদ্বান সা'ঈদ ইবনুল মুসাইয়্যিব ইবনে হাযান আল-মাখযূমী আল-ক্বুরাশী (রাহিমাহুল্লাহ) (১৫-৯৪ হিঃ/৬৪২-৭১৫ খৃঃ) বলেনঃ

لَا خَيْرَ فِي مَالِ رَجُلٍ لَا يُصْلِحُ بِهِ عِرْضَهُ، وَيَصِلُ بِهِ رَحِمَهُ، وَيَسْتَغْنِي بِهِ عَنِ الْآثَامِ​

যে ব্যক্তি তার সম্পদ দ্বারা নিজের সম্মান রক্ষা করে, আত্মীয়তার বন্ধন অটুট রাখে এবং পাপ থেকে বেঁচে থাকে—তার সম্পদেই কল্যাণ নিহিত।

[আবূ বাকর মুহাম্মাদ ইবনে জা’ফর ইবনে শাকির আল-খাইরাত্বী, মাকারিমুল আখলাক্ব (দারুল আফাক্ব আল-আরবীইয়্যা, কায়রো, ১ম সংস্করণ, ১৪১৯ হি./১৯৯৯ খ্রি.), তাহক্বীক্ব: আয়মান আব্দুল জাবির আল-বুহাইরী, পৃঃ ৬০, আসার নং-১৩৬;; ইসমাঈল ইবনু মুহাম্মাদ আত-তায়মী আল-ইসফাহানী, সিয়ারুস সালাফীস স্বালিহীন (রিয়াদ্ব: দারুল রাইয়াহ), তাহক্বীক্ব: ড. কারাম ইবনে হিলমী ইবনে আহমাদ, ৩য় খণ্ড, পৃঃ ৭৭৯;; আবূ বকর ইবনে আবীদ্দুনইয়া, ইসলাহুল মাল (বৈরূত: আল-মুআস্সাতুল কুতুব আস-সাক্বাফিয়্যাহ, ১ম সংস্করণ, ১৪১৪ হি./১৯৯৩ খ্রি.), তাহক্বীক্ব: মুসত্বাফা আব্দুল ক্বাদীর আত্বা, পৃঃ ৪৮, আসার: ১০৪।]

 
Back
Top