সিয়াম যে ব্যক্তি রামাযান, শাওয়াল, বুধবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করবে, সে জান্নাতে প্রবেশ করবে’ (আহমাদ, হা/১৫৪৭২) মর্মে বর্ণনাটি কি সঠিক?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,582
বর্ণনাটি দুর্বল। এর সনদে আরীফ আল-কুরাশী নামক একজন রাবী রয়েছে, যে অপরিচিত। এছাড়া হিলাল ইবনু খাব্বাব নামক আরেকজন রাবী রয়েছে, যার সম্পর্কে ইবনু হিব্বান বলেন, সে শেষ বয়সে হাদীসের মধ্যে সংমিশ্রণ করত এবং সন্দেহের বশবর্তী হয়ে হাদীস বর্ণনা করত। ফলে তার থেকে এককভাবে বর্ণিত হাদীস দ্বারা দলীল গ্রহণ বৈধ নয় (আল-কামিল, ৭ম খণ্ড, পৃ. ১২১; আল-মাজরূহীন, ৩য় খণ্ড, পৃ. ৮৭; তাক্বরীবুত তাহযীব, ২য় খণ্ড, পৃ. ৩২৮, রাবী নং-৮২৫৮)।

আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, এ হাদীসের সনদে আরীফ আল-কুরাশী অজ্ঞাত হওয়ার কারণে হাদীসটি যঈফ (সিলসিলা যঈফাহ, হা/৪৬১২)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Similar threads Most view View more
Back
Top