Active member
মায়মূন ইবনে মেহরান (রহঃ) বলেন,مَثَلُ الَّذِي يَرَى الرَّجُلَ يُسِيءُ صَلَاتَهُ فَلَا يَنْهَاهُ، مَثَلُ الَّذِيْ يَرَى النَّائِمَ تَنْهَشُهُ حَيَّةٌ ثُمَّ لَا يُوقِظُهُ، ‘যে ব্যক্তি কাউকে ভুলভাবে ছালাত আদায় করতে দেখেও তাকে নিষেধ করে না; তার উপমা হচ্ছে সেই ব্যক্তির মত, যে কাউকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়াতে দেখেও তাকে ঘুম থেকে জাগায় না’। বায়হাক্বী, শু‘আবুল ঈমান ৪/৫০৫; ইবনু রজব, ফাৎহুল বারী, ৩/১৪৪।