অন্যান্য যেসব মানত পূর্ণ করা বৈধ নয় তার স্বরূপ

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
890
Comments
1,044
Reactions
9,974
যে মানত পূর্ণ করা জায়েয নয়, তা হলো পাপকাজের মানত করা। এর বিভিন্ন রূপ রয়েছে।

সেগুলোর মধ্যে অন্যতম হলো :

১. মদপান করা বা হায়েযের দিনগুলোতে সিয়াম রাখার মানত করা। কারণ আয়িশাহ (রাদিআল্লাহু আনহা)- এর হাদীসে এসেছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন :

“যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মানত করে, সে যেন তার নাফরমানী না করে।” — বুখারী : ৬৬৯৬

২. মৃত ব্যক্তিদের নৈকট্য লাভের জন্য যে মানত করা হয়। যেমন কোনো ব্যক্তির কথা: হে অমুক সায়্যিদ বা ওলী! যদি আমার হারানো বস্তু ফিরে পাই, অথবা আমার রোগ ভালো হয়। অথবা আমার প্রয়োজন মিটে যায়, তাহলে আপানার জন্য এত টাকা বা খাবার বা মোমবাতি অথবা এত কেজি তেল দেব ইত্যাদি ইত্যাদি। সুতরাং এরূপ মানত বাতিল; বরং এটা বড়ো শির্ক। আমরা তা হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। এটা এ করণে যে, সে তো সৃষ্টির উদ্দেশ্যে মানত করেছে। আর তা বৈধ নয়। কেননা মানত করা একটি ইবাদাত। আর এটা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে বৈধ নয়।

৩. যদি কোনো ব্যক্তি কোনো কবর অথবা গাছে বাতি জ্বালানোর মানত করে, তার জন্য এ মানত পূর্ণ করা জায়েয নয়; বরং সে সেটার মূল্য অন্য কোনো কল্যাণকর কাজে ব্যয় করবে। কারণ সেটা (কবর বা গাছে বাতি জ্বালানো) পাপকাজ। আর পাপকাজে কোনো মানত করা যাবে না। যেমনটি পূর্ববর্তী হাদীসে অতিবাহিত হয়েছে।

— আল ফিকহুল মুয়াসসার, দ্বাদশ অধ্যায়; আত তাওহীদ প্রকাশনী; মূল: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছয়জন অধ্যাপক
 
Back
Top