- Joined
- Feb 23, 2024
- Threads
- 62
- Comments
- 84
- Reactions
- 771
- Thread Author
- #1
যেসব উলামায়ে কেরাম কিছু কিছু বিদ'আতী বা বাতিল মতামত ব্যক্ত করেছেন, তাদের ক্ষেত্রে আমাদের ভূমিকা:
আগের উলামায়ে কেরামের বই-পুস্তক পড়তে গেলে এমন কিছু মতামত পাওয়া যায়, যেগুলি অস্বাভাবিক মতভেদের মধ্যে গণ্য। তাহলে ঐসব আলেমের ব্যাপারে আমাদের অবস্থান কেমন হবে?
প্রথম কথা হচ্ছে, ছাহাবায়ে কেরাম, চার ইমামসহ ইসলামের বিখ্যাত উলামায়ে কেরাম, যাদের সুনাম-সুখ্যাতি রয়েছে, যারা সারা জীবন জ্ঞানার্জন, নেক আমল, হক্বের দা'ওয়াত এবং সুন্নাতের পক্ষে কাজ করে গেছেন, তাদের কেউ কোন মাসআলায় ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করেন, যে ধরনের ভুলই হোক না কেন, তাহলে তাতে নিন্দা করা যাবে না মর্মে আহলুস সুন্নাহ কোন ইখতেলাফ করেননি। তবে এর মানে এই নয় যে, আমরা বাতিল ঐ মতটিকে ছহীহ বলব বা হক্বের পরিপন্থী বিদ'আতের ব্যাপারে চুপ থাকব। আমরা ঠিক তেমনটি বলব, যেমনটি ইবনুল ক্বাইয়িম (রহঃ) তাঁর উস্তাদ হারাবী সম্পর্কে বলেছিলেন,
আগের উলামায়ে কেরামের বই-পুস্তক পড়তে গেলে এমন কিছু মতামত পাওয়া যায়, যেগুলি অস্বাভাবিক মতভেদের মধ্যে গণ্য। তাহলে ঐসব আলেমের ব্যাপারে আমাদের অবস্থান কেমন হবে?
প্রথম কথা হচ্ছে, ছাহাবায়ে কেরাম, চার ইমামসহ ইসলামের বিখ্যাত উলামায়ে কেরাম, যাদের সুনাম-সুখ্যাতি রয়েছে, যারা সারা জীবন জ্ঞানার্জন, নেক আমল, হক্বের দা'ওয়াত এবং সুন্নাতের পক্ষে কাজ করে গেছেন, তাদের কেউ কোন মাসআলায় ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করেন, যে ধরনের ভুলই হোক না কেন, তাহলে তাতে নিন্দা করা যাবে না মর্মে আহলুস সুন্নাহ কোন ইখতেলাফ করেননি। তবে এর মানে এই নয় যে, আমরা বাতিল ঐ মতটিকে ছহীহ বলব বা হক্বের পরিপন্থী বিদ'আতের ব্যাপারে চুপ থাকব। আমরা ঠিক তেমনটি বলব, যেমনটি ইবনুল ক্বাইয়িম (রহঃ) তাঁর উস্তাদ হারাবী সম্পর্কে বলেছিলেন,
شَيْخُ الْإِسْلَامِ حَبِيبٌ إِلَيْنَاوَالْحَقُّ أَحَبُّ إِلَيْنَا مِنْهُ
শায়খুল ইসলাম আমাদের কাছে প্রিয়, তবে তার চেয়ে হক্ব আমাদের কাছে বেশি প্রিয়' । ৪8৪৪. ইবনুল ক্বাইয়িম, মাদারিজুস সালেকীন বায়না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন, দারুল কিতাবিল আরাবী, বৈরূত, তৃতীয় প্রকাশ: ১৪১৬ হি./১৯৯৬খৃ., ২/৩৮।
সুতরাং আমরা ঐসব আলেমকে সম্মান করব, তাঁদের জন্য রহমত ও ক্ষমার দু'আ করব; পক্ষান্তরে তাঁদের ভুল কথাগুলিকে ভুল হিসাবেই জানব। তাঁদের সাথে ওদের কোন তুলনা করা চলবে না, যারা সারা জীবন ইসলামের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শিরক-বিদ'আতে মশগূল থেকেছে। সুন্নাতের বিরোধিতা করেছে। যেমন- জাহম ইবনু ছাফওয়ান, জা'দ ইবনু দিরহাম, বিশর আল-মুরায়সী এবং গায়লান ক্বাদারীর মত বিদ'আতী নেতারা, যারা হক্ব জানার পরেও মানেনি।
মতবিরোধপূর্ণ বিষয়ে
সঠিক পন্থা অবলম্বনের উপায়
আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী
সঠিক পন্থা অবলম্বনের উপায়
আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী