‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

যেসকল ইস্তেগফার কুরআনে বর্ণিত হয়েছে


ক্ষমা প্রার্থনা

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي​


অনুবাদঃ হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি যুলম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন

রেফারেন্স: সূরা কাসাসঃ ২৮:১৬



ক্ষমা প্রার্থনা #২

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ﴿٤٠﴾ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾​


অনুবাদঃ (৪০) ‘হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের রব, আর আমার দোয়া কবূল করুন’। (৪১) ‘হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন’।

রেফারেন্স: সূরা ইবরাহীমঃ ১৪:৪০-৪১



ক্ষমা প্রার্থনা #৩

رَبِّ ٱغْفِرْ لِى​


অনুবাদঃ হে আমার রব, আমাকে ক্ষমা করুন

রেফারেন্স: সূরা ছোয়াদঃ ৩৮:৩৫



ক্ষমা প্রার্থনা #৪


رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ​


অনুবাদঃ ‘হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু’।

রেফারেন্স: সূরা আল-বাকারাঃ ২:১২৮



 

Share this page