অন্যান্য যিনার ফলে যে পরিণতি হয়

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,129
Comments
1,321
Solutions
1
Reactions
12,522
ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন:

যিনার ফলে যে পরিণতি হয়, সেগুলোর মধ্যে আছে-

• আল্লাহর গযব, কারণ সে আল্লাহর হারাম ও পরিবার-পরিজনের সম্মান নষ্ট করে। যদি কোনো রাজাকে এভাবে আঘাত করা হতো তবে সে কঠিন শাস্তি দিত।

• চেহারায় কালো দাগ ও অন্ধকার, বিষণ্ণতা ও ঘৃণা দেখা যায়-যা মানুষও লক্ষ্য করে।

• অন্তরে অন্ধকার নেমে আসে, আলো নিভে যায়। এ অন্তরের অন্ধকারই মুখমণ্ডলে অন্ধকার ডেকে আনে।

• চিরস্থায়ী দারিদ্র্য।

• আল্লাহর কাছে ও মানুষের কাছ থেকে তার মর্যাদা ধ্বংস হয়ে যায়।

• সে অতি সুন্দর নামগুলো হারায়-যেমন: পবিত্র, সৎ, ন্যায়পরায়ণ। বরং সে কুৎসিত নামগুলো পায়-যেমন: ফাসিক, ব্যভিচারী, বিশ্বাসঘাতক।

• এমনকি সে “মুমিন” নামটিও হারায়। সহীহ বুখারী ও মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন:

“যখন কোনো ব্যভিচারী ব্যভিচার করে, তখন সে মুমিন অবস্থায় থাকে না।"

[রওদ্বাতুল মুহিব্বীন, পৃষ্ঠা : ৩৬০]
 
Similar threads Most view View more
Back
Top