Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
যাদুর আসলেই বাস্তবতা রয়েছে, যা আল্লাহ তা'আলার আদেশে স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়। আল্লাহ তা'আলা বলেন, ‘তারা ফেরেশতাদ্বয়ের কাছ থেকে এমন যাদু শিখত যা দারা স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো।’ — সূরা বাক্বারাহ : ১০২
যাদু শরীরে ব্যথা যন্ত্রণা সহ বিভিন্ন রোগ এমনকি মৃত্য ঘটাতেও প্রভাব ফেলে কখনো কখনো যাদুগ্রস্ত ব্যক্তির আত্মার ওপরও প্রভাব ফেলে। এসব কিছু আল্লাহ তা'আলার আদেশেই হয়ে থাকে।
ইমাম কুর্রাফী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যাদুর সত্যতা রয়েছে। কখনো যাদুগস্ত ব্যক্তি মারা যায়, কখনো তার স্বভাব-চরিত্র পরিবর্তন হয়ে যায়। যদিও যাদুকর তার সংস্পর্শে আসে না।’ — আল ফুরূক, ৪র্থ খন্ত
— মাসিক আল ইখলাছ, ফেব্রুয়ারী ২০২৫
যাদু শরীরে ব্যথা যন্ত্রণা সহ বিভিন্ন রোগ এমনকি মৃত্য ঘটাতেও প্রভাব ফেলে কখনো কখনো যাদুগ্রস্ত ব্যক্তির আত্মার ওপরও প্রভাব ফেলে। এসব কিছু আল্লাহ তা'আলার আদেশেই হয়ে থাকে।
ইমাম কুর্রাফী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যাদুর সত্যতা রয়েছে। কখনো যাদুগস্ত ব্যক্তি মারা যায়, কখনো তার স্বভাব-চরিত্র পরিবর্তন হয়ে যায়। যদিও যাদুকর তার সংস্পর্শে আসে না।’ — আল ফুরূক, ৪র্থ খন্ত
— মাসিক আল ইখলাছ, ফেব্রুয়ারী ২০২৫