উত্তর : যাকাত ওয়াজিব হওয়ার পর তা আদায়ের পূর্বে মালিক মৃত্যুবরণ করলে তার পরিত্যক্ত সম্পদ থেকে তার উপর ওয়াজিব হওয়া যাকাত আদায় করতে হবে। ইবনু আব্বাস (রাদিআল্লাহু আনহু) বলেন, এক ব্যক্তি নবী করীম (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, আমার বোন হজ্জ করতে মানত করেছিলেন কিন্তু তা আদায় করার পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার বোনের উপর কারো ঋণ থাকলে তুমি কি তা আদায় করতে? সে বলল, হ্যাঁ। তখন রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে আল্লাহর ঋণ আদায় কর। এটা আদায়ের অধিক হক্বদার (বুখারী,হা/৬৬৯৯)। তবে যাকাত আদায়ের পূর্বে ওয়ারিশগণ উক্ত সম্পদের কিছুই গ্রহণ করতে পারবে না। কেননা যাকাত ঋণের অন্তর্ভুক্ত, যা পরিশোধ করা ওয়াজিব (ফাতওয়া উসাইমিন, প্রশ্ন নং ৩৪ 'যাকাত অধ্যায়')
[সোর্স- প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, যাকাত অধ্যায়]