- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,953
- Thread Author
- #1
উত্তর: ১. সালাতের ভেতর নাজাসাত বা নাপাকির বিষয়টি জানতে পারলে যদি কাপড় না খুলেই নাপাকি দূর করা সম্ভব হয়, তা হলে সালাতরত অবস্থায় নাপাকি দূর করবে এবং সালাত চালিয়ে যাবে। সে ক্ষেত্রে তার সালাত শুদ্ধ হবে এবং নাপাকি দূর করার পূর্বে যতটুকু সালাত আদায় করেছিল, সেটুকুও শুদ্ধ হবে।
২. সালাতের ভেতর নাপাকির বিষয়টি জানার পর যদি নাপাকি দূর করতে হলে কাপড় খুলতে হয়, তা হলে সালাত থেকে বের হয়ে যেতে হবে এবং নাপাকি দূর করে পুনরায় সম্পূর্ণ সালাত আদায় করতে হবে।
৩. সালাত শেষে নাপাকির বিষয়টি জানতে পারলে বিশুদ্ধ অভিমত হলো সালাত শুদ্ধ হয়ে যাবে এবং পুনরায় সালাত আদায় করতে হবে না।
উক্ত মাসআলা সম্পর্কে আবূ সাইদ খুদরী (রাদি:) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন,
একদিন রাসূল (সা:) আমাদের নিয়ে সালাত পড়লেন। সালাতের কোনো এক পর্যায়ে তিনি তাঁর জুতাদ্বয় খুলে ফেললেন এবং বাঁয়ে রাখলেন। লোকেরা যখন তা দেখল, তারাও তাদের জুতাগুলো খুলে ফেলল। সালাত শেষ হলে নবী (সা:) বললেন, "তোমরা কেনো জুতা খুলেছ?" তারা বললেন, আপনাকে জুতা খুলতে দেখে আমরা খুলে ফেললাম। রাসূল (সাঃ) তখন বললেন, "জিবরীল আমাকে এসে জানালো যে, জুতাদ্বয়ে নাপাকি রয়েছে; তাই আমি খুলে ফেললাম। তোমাদের কেউ মসজিদে এলে সে যেনো জুতার দিকে ভালো করে দেখে নেয়। তাতে কোনো নাপাকি দেখতে পেলে যেনো তস মুছে ফেলে এবং সালাত পড়ে" (আল-মুসনাদ, হাদীস নং ১১৮৭৭, সনদ সহীহ। সূত্র: মাকতাবা আশ শামেলা)
সূত্র: 'ফিকহুত তাহারাত' বই থেকে, পৃ: ৩৪-৩৫; লেখক- ড. মানজুরে ইলাহী ; প্রকাশনী- তাইবাহ একাডেমি
২. সালাতের ভেতর নাপাকির বিষয়টি জানার পর যদি নাপাকি দূর করতে হলে কাপড় খুলতে হয়, তা হলে সালাত থেকে বের হয়ে যেতে হবে এবং নাপাকি দূর করে পুনরায় সম্পূর্ণ সালাত আদায় করতে হবে।
৩. সালাত শেষে নাপাকির বিষয়টি জানতে পারলে বিশুদ্ধ অভিমত হলো সালাত শুদ্ধ হয়ে যাবে এবং পুনরায় সালাত আদায় করতে হবে না।
উক্ত মাসআলা সম্পর্কে আবূ সাইদ খুদরী (রাদি:) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন,
একদিন রাসূল (সা:) আমাদের নিয়ে সালাত পড়লেন। সালাতের কোনো এক পর্যায়ে তিনি তাঁর জুতাদ্বয় খুলে ফেললেন এবং বাঁয়ে রাখলেন। লোকেরা যখন তা দেখল, তারাও তাদের জুতাগুলো খুলে ফেলল। সালাত শেষ হলে নবী (সা:) বললেন, "তোমরা কেনো জুতা খুলেছ?" তারা বললেন, আপনাকে জুতা খুলতে দেখে আমরা খুলে ফেললাম। রাসূল (সাঃ) তখন বললেন, "জিবরীল আমাকে এসে জানালো যে, জুতাদ্বয়ে নাপাকি রয়েছে; তাই আমি খুলে ফেললাম। তোমাদের কেউ মসজিদে এলে সে যেনো জুতার দিকে ভালো করে দেখে নেয়। তাতে কোনো নাপাকি দেখতে পেলে যেনো তস মুছে ফেলে এবং সালাত পড়ে" (আল-মুসনাদ, হাদীস নং ১১৮৭৭, সনদ সহীহ। সূত্র: মাকতাবা আশ শামেলা)
সূত্র: 'ফিকহুত তাহারাত' বই থেকে, পৃ: ৩৪-৩৫; লেখক- ড. মানজুরে ইলাহী ; প্রকাশনী- তাইবাহ একাডেমি