Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
প্রশ্ন: কিছু কিছু দেশে মুসলিম নারীদেরকে পর্দা পরিহার করতে বাধ্য করা হয়। বিশেষ করে মাথার স্কার্ফ পরা নিষিদ্ধ থাকে। প্রশ্ন হচ্ছে, নারীদের জন্য এ অবস্থায় পর্দা পরিহার করা কি বৈধ হবে? জানা আবশ্যক যে, কোনো নারী যদি পর্দা করে, তাহলে তাকে কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হওয়াসহ নানা শাস্তির সম্মুখীন হতে হয়।
উত্তর: এ সমস্যাটি কিছু কিছু দেশে দেখা যায়, যা মূলত বান্দার জন্য পরীক্ষাস্বরূপ। মহান আল্লাহ বলেন,
'আলিফ-লাম-মীম। মানুষ কি ধারণা করেছে যে, তারা এ কথা বলে পরিত্রাণ পেয়ে যাবে, আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদের পূর্বের সম্প্রদায়কেও পরীক্ষা করেছিলাম। সুতরাং আল্লাহ জানতে পারবেন কে সত্য বলেছে এবং কে মিথ্যারোপ করেছে' (আল-আনকাবূত, ২৯/১-৩)।
আমি মনে করি, এ সমস্ত দেশে বসবাসরত নারীদের উপর কর্তব্য হলো, শরীআত-বিরোধী এ আদেশে শাসকের আনুগত্য না করা। কেননা অন্যায় ক্ষেত্রে শাসকের আনুগত্য বৈধ নয়। মহান আল্লাহ বলেন,
'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের শাসকগণের' (আন-নিসা, ৪/৫৯)।
আপনি যদি মহান আল্লাহর এ বাণী নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন )أطيعُوا( ক্রিয়াটি শাসকগণের ক্ষেত্রে পুনরাবৃত্তি করা হয়নি। এ থেকে বুঝা যাচ্ছে, শাসকের আনুগত্য আল্লাহ ও তাঁর রাসূল-এর আনুগত্যের অনুগামী। শাসকের নির্দেশ যদি আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) এ-এর নির্দেশের পরিপন্থি হয়, তাহলে তাদের আনুগত্য চলবে না। রাসূল (ﷺ) বলেন,
'স্রষ্টার অবাধ্যতায় সষ্টির আনুগত্য চলবে না'।
নারীরা পর্দা করার কারণে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাতে ধৈর্যধারণ করা অপরিহার্য। সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, তিনি যেন ধৈর্যধারণ করার তাওফীক দান করেন। আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এসব শাসককে সত্যের পথে পরিচালিত করেন। আমি মনে করি, নারীরা বাড়ি থেকে বের হয় বলে তাদের উপর এমন কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তারা বাড়িতে অবস্থান করলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তারা ইচ্ছা করলে বাইরে বের না হয়ে নিজেদেরকে নিরাপদে রাখতে পারে। যে শিক্ষা অর্জন করতে গিয়ে কুরআন-হাদীছের অবাধ্য হতে হয়, সে শিক্ষা অর্জন করা বৈধ নয়। ঐ সমস্ত নারীদের উচিত, দুনিয়া ও আখেরাতের জন্য প্রয়োজনীয় শিক্ষা অর্জন করা। আর এটি অধিকাংশ সময় বাড়িতে বসেই অর্জন করা সম্ভব এবং যথেষ্টও বটে।
উত্তর: এ সমস্যাটি কিছু কিছু দেশে দেখা যায়, যা মূলত বান্দার জন্য পরীক্ষাস্বরূপ। মহান আল্লাহ বলেন,
الم - أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ -وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
'আলিফ-লাম-মীম। মানুষ কি ধারণা করেছে যে, তারা এ কথা বলে পরিত্রাণ পেয়ে যাবে, আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদের পূর্বের সম্প্রদায়কেও পরীক্ষা করেছিলাম। সুতরাং আল্লাহ জানতে পারবেন কে সত্য বলেছে এবং কে মিথ্যারোপ করেছে' (আল-আনকাবূত, ২৯/১-৩)।
আমি মনে করি, এ সমস্ত দেশে বসবাসরত নারীদের উপর কর্তব্য হলো, শরীআত-বিরোধী এ আদেশে শাসকের আনুগত্য না করা। কেননা অন্যায় ক্ষেত্রে শাসকের আনুগত্য বৈধ নয়। মহান আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ منكُمْ
'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের শাসকগণের' (আন-নিসা, ৪/৫৯)।
আপনি যদি মহান আল্লাহর এ বাণী নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন )أطيعُوا( ক্রিয়াটি শাসকগণের ক্ষেত্রে পুনরাবৃত্তি করা হয়নি। এ থেকে বুঝা যাচ্ছে, শাসকের আনুগত্য আল্লাহ ও তাঁর রাসূল-এর আনুগত্যের অনুগামী। শাসকের নির্দেশ যদি আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) এ-এর নির্দেশের পরিপন্থি হয়, তাহলে তাদের আনুগত্য চলবে না। রাসূল (ﷺ) বলেন,
لا طَاعَةً لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ
'স্রষ্টার অবাধ্যতায় সষ্টির আনুগত্য চলবে না'।
নারীরা পর্দা করার কারণে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাতে ধৈর্যধারণ করা অপরিহার্য। সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, তিনি যেন ধৈর্যধারণ করার তাওফীক দান করেন। আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এসব শাসককে সত্যের পথে পরিচালিত করেন। আমি মনে করি, নারীরা বাড়ি থেকে বের হয় বলে তাদের উপর এমন কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তারা বাড়িতে অবস্থান করলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তারা ইচ্ছা করলে বাইরে বের না হয়ে নিজেদেরকে নিরাপদে রাখতে পারে। যে শিক্ষা অর্জন করতে গিয়ে কুরআন-হাদীছের অবাধ্য হতে হয়, সে শিক্ষা অর্জন করা বৈধ নয়। ঐ সমস্ত নারীদের উচিত, দুনিয়া ও আখেরাতের জন্য প্রয়োজনীয় শিক্ষা অর্জন করা। আর এটি অধিকাংশ সময় বাড়িতে বসেই অর্জন করা সম্ভব এবং যথেষ্টও বটে।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
যে টাইট পোশাক নারীদের শরীরের স্পর্শকাতর স্থানগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করে, সে পোশাক পরা হারাম। কেননা নবী বলেছেন,
'দুই শ্রেণির জাহান্নামী মানুষ রয়েছে। যাদেরকে আমি এখনো দেখিনি। ১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। এর দ্বারা তারা...
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءُ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ، مَائِلَاتُ رُهُ وسُهُنَّ كَأَسْئِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ ريحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا.
'দুই শ্রেণির জাহান্নামী মানুষ রয়েছে। যাদেরকে আমি এখনো দেখিনি। ১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। এর দ্বারা তারা...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন