এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাদ্বি'আল্লাহু আনহুর কাছে এসে বললো, "আমাকে উপদেশ দিন"। ইবনে মাস'উদ বললেন, “যখন তুমি কুরআনের কোনো আয়াতের শুরুতে শুনবেঃ ইয়া আইয়্যু হাল্লাযি না আমানু (হে ইমানদারগণ!!), তখন সেই আয়াতটি মনোযোগ দিয়ে শুনবে। কারণ এই আয়াতে এমন কিছু ভালো বিষয়ের কথা বলা হয়েছে যা সম্পর্কে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে অথবা এমন মন্দ কিছুর কথা বলা হয়েছে যা থেকে তোমাকে নিষেধ করা হয়েছে।”
– তাফসির ইবনে আবি হাতিম, ৩/৭১৮
– তাফসির ইবনে আবি হাতিম, ৩/৭১৮