সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

কবর ও কিয়ামত মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সঠিক নিয়ম কি? চিৎ করে শোয়ানোর কোন বিধান আছে কি?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
816
Comments
960
Reactions
9,039
Credits
4,120
উত্তর : প্রথমতঃ মৃত ব্যক্তিকে পশ্চিম দিকে মুখ করে কবরে রাখা উচিত। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, 'উভয় জীবনে মানুষের ক্বিবলা হচ্ছে কাবা’। [আবুদাঊদ হা/২৮৭৫, ইরওয়া হা/৬৯০]

বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ হাদীসের পন্ডিত ইমাম আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগ হতে অদ্যাবধি এরূপ আমলই হয়ে আসছে। [আলবানী, আহকামুল জানায়েয, মাসআলা নং ১০২]

দ্বিতীয়তঃ ডান কাতে শোয়াবে। এ বিষয়ে স্পষ্ট কোন দলীল না পাওয়া গেলেও ঘুমানোর সময় ডানকাতে শোয়ার ব্যাপারে ছহীহ হাদীছ রয়েছে। [মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/ ২৩৮৪-৮৫]

সম্ভবতঃ এর উপরে ভিত্তি করেই বিদ্বানগণ মাইয়েতকে ডান কাতে শোয়ানোকে উত্তম বলেছেন। [আল-মুহাল্লা ৩/৪০৪, মাসআলা ৬১৫]

সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, মৃত ব্যক্তিকে চিৎ করে রেখে হাত দু'টি বুকের উপর রাখার বিষয়টি আমরা কোন বিদ্বান হতে অবগত নই। [ফাতাওয়া আরকানুল ইসলাম পঃ ৪২]

– মাসিক আত তাহরীক, মার্চ ২০১৬
 
Last edited:
Top