Salafi
Salafi User
- Joined
- Oct 12, 2024
- Threads
- 46
- Comments
- 76
- Reactions
- 493
- Thread Author
- #1
মৃত্যু এমন এক সত্য, যা অস্বীকার করার উপায় নেই। দুনিয়ার প্রতিটি জিনিস, প্রতিটি দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়—এই জীবন স্থায়ী নয়। হয়তো আজকের এই সালাত, এই সেজদা, কিংবা এই জুমার খুতবা হতে পারে আমাদের জীবনের শেষ।
মৃত্যুর জন্য কোন সময় বা স্থান নির্ধারিত নয়। মালাকুল মউত যেকোনো মুহূর্তে আমাদের জীবন দরজায় কড়া নাড়তে পারে। তখন আমাদের সাথে যাবে না পরিবার, অর্থ, সম্পদ বা সম্মান—শুধু আমাদের আমলই হবে একমাত্র সঙ্গী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও মৃত্যুর কষ্ট ভোগ করেছেন, আখেরাতের জীবনকে বেছে নিয়েছেন। তাহলে আমরা কারা, যারা মৃত্যুর প্রস্তুতি ছাড়া দিন কাটাচ্ছি? কবরের অন্ধকারে, কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে—এখনো সময় আছে তওবা করার, সালাতের হেফাজত করার, অন্যায় থেকে ফিরে আসার।
মৃত্যুর পরে সুযোগ থাকবে না। আজ, এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন—আমি মৃত্যুর জন্য প্রস্তুত হবো।
﴿كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ﴾ — "প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।" (আল-আনকাবূত: ৫৭)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন। আমিন।
মৃত্যুর জন্য কোন সময় বা স্থান নির্ধারিত নয়। মালাকুল মউত যেকোনো মুহূর্তে আমাদের জীবন দরজায় কড়া নাড়তে পারে। তখন আমাদের সাথে যাবে না পরিবার, অর্থ, সম্পদ বা সম্মান—শুধু আমাদের আমলই হবে একমাত্র সঙ্গী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও মৃত্যুর কষ্ট ভোগ করেছেন, আখেরাতের জীবনকে বেছে নিয়েছেন। তাহলে আমরা কারা, যারা মৃত্যুর প্রস্তুতি ছাড়া দিন কাটাচ্ছি? কবরের অন্ধকারে, কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে—এখনো সময় আছে তওবা করার, সালাতের হেফাজত করার, অন্যায় থেকে ফিরে আসার।
মৃত্যুর পরে সুযোগ থাকবে না। আজ, এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন—আমি মৃত্যুর জন্য প্রস্তুত হবো।
﴿كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ﴾ — "প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।" (আল-আনকাবূত: ৫৭)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন। আমিন।