‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

মৃতের জন্য করনীয় সম্পর্কিত দুআ সমূহ


মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দোয়া

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ​


উচ্চারণঃ আল্লা-হুম্মা’গফির লাহূ (ব্যক্তির নাম), ওয়ার্‌ফা’অ দারাজাতাহু ফিল মাহদিইয়ীন, ওয়া’খলুফহু ফী ‘আক্বিবিহী ফিল গা-বিরীন, ওয়াগফির লানা ওয়া লাহূ ইয়া রাব্বাল ‘আ-লামীন, ওয়াফসা’হ্ লাহূ ফী ক্বাব্‌রিহী, ওয়া নাওয়ির্‌ লাহূ ফীহি

অনুবাদঃ হে আল্লাহ্‌, আপনি ক্ষমা করুন এ ব্যক্তিকে (ব্যক্তির নাম) এবং হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বৃদ্ধি করুন, তার কবরকে তার জন্য প্রশস্ত করুন, তার জন্য তা আলোকিত করুন, তার উত্তরসূরীদের মধ্যে আপনিই তার খলীফা-স্থলাভিষিক্ত থাকুন, আমাদেরকে এবং তাকে ক্ষমা করুন, হে বিশ্বজগতের প্রতিপালক, তাঁর কবরকে প্রশস্ত এবং নূরে পরিপূর্ণ করে দিন।

উম্মে সালামাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) আবু সালামার নিকট আসলেন, এমতাবস্থায় তার চক্ষু খোলা ছিল, তিনি তাঁর চক্ষু বন্ধ করলেন। অতঃপর বললেন, ‘রূহ যখন কবয করা হয় তখন চক্ষু তার অনুস্বরণ করে। এ কথা শুনে আবু সালামার পরিবারের কিছু লোক চিৎকার করে কেঁদে উঠল। তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা তোমাদের রূহের জন্য কল্যাণ ছাড়া অমঙ্গল কামনা করো না। তোমরা যা বলো ফেরেশতাগণ তার সাথে সাথে ‘আমীন’ বলেন। অতঃপর রাসূল (ﷺ) এ দোয়াটি তিনি বলেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্স: মুসলিমঃ ৯২০



 

Share this page