হাযযান বলেন, “উন্মুদ দারদা আমাকে বলেছেন : হাযযান, খাটিয়ায় রাখার পর মৃত ব্যক্তি কী বলে, শুনবে? ‘আমি বলি, ‘জ্বি, অবশ্যই।' তিনি বলেন, ‘সে তখন চিৎকার করতে থাকে, হে আমার পরিবার-পরিজনেরা! হে আমার প্রতিবেশীরা! হে খাটিয়া বহনকারীরা! দুনিয়া যেভাবে আমাকে প্রতারিত করেছে, তোমাদেরও যেন সেভাবে প্রতারিত না করে। সে যেভাবে আমাকে নিয়ে খেলা করেছে, তোমাদের নিয়েও যেন সেভাবে না খেলে। আমার পরিবার-পরিজনের কেউই আমার কোনো বোঝা বহন করছে না। যদি প্রতাপশালী আল্লাহর কাছে তারা আমার পক্ষে দাঁড়াতে চাইত, তাহলে অবশ্যই এখনই তারা দাঁড়াত।’
উম্মুদ দারদা এরপর বলেন, “দুনিয়া হারুত মারুতের চেয়ে মানুষের অন্তরে বেশি প্রভাব সৃষ্টি করে। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়া তার গালে চড় মেরেছে।”
– আহমাদ ইবন হাম্বল, আয-যুহদ: ১৬৫
– শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা, সন্দীপন প্রকাশন (মূল গ্রন্থ: আয-যুহদুল কাবীর, ইমাম বায়হাকি)
উম্মুদ দারদা এরপর বলেন, “দুনিয়া হারুত মারুতের চেয়ে মানুষের অন্তরে বেশি প্রভাব সৃষ্টি করে। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়া তার গালে চড় মেরেছে।”
– আহমাদ ইবন হাম্বল, আয-যুহদ: ১৬৫
– শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা, সন্দীপন প্রকাশন (মূল গ্রন্থ: আয-যুহদুল কাবীর, ইমাম বায়হাকি)