মুসলিম নারী, তুমি তো আসলে রানী!

Joined
Nov 27, 2025
Threads
16
Comments
46
Reactions
169
আমি এই জন্যই ইসলাম এতো ভালোবাসি, কারন, ইসলাম নারীকে যে মান-সম্মান, মর্যাদা আর অধিকার দিয়েছে, আর পৃথিবীর অন্য কোনো ধর্ম, কোনো পাশ্চাত্য নারীবাদ নারীকে সেই অধিকার দেয়নি। বরং নারী মানে তাদের কাছে শুধুই ভোগ্যপণ্য আর না হলে, শুধুই স্বামীর আর শশুরবাড়ির দাসী মালপত্রের মত। আর পাশ্চাত্য নারীবাদ তো নারীকে ঘর থেকে বের করে, তার মর্যাদার ঐতিহ্যবাহী পোষাক, লাজ-লজ্জা পর্যন্ত তার থেকে ব্রেইনওয়াশ করে কেড়ে নিয়ে, নারীকে শুধুমাত্র পরপুরুষের চোখের ভোগ্যপণ্য বানিয়ে তার সবর্স্ব লুঠতে ব্যাস্ত।

ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন্‌ ধর্ম, আর কোন্‌ নারীবাদ বলে যে, “ নারীরা হল রাব্বাতুল বাইত (رَبَّةُ الْبَيْتِ )অর্থাৎ ঘরের রানী??”

একজন নারী যখন তার স্বামী আর সন্তানদের সাথে সুখময় সময় কাটানোর মত হাতে উপযুক্ত কোনো সময়ই খুঁজে পায় না, পাশ্চাত্য নারীবাদের ব্যাধিতে ভুগে, আর প্রতিনিয়ত নিজের স্বামী ছাড়া বাইরের অন্য পরপুরুষদের চোখের ভোগ্যপণ্য হয়ে, সে নারী কি কখনই মনের দিক থেকে সুস্থ থাকতে পারে আদতেও?? নাকি জীবনে তার 'শান্তি' বলে কোনো শব্দ থাকে??

আসলেই, যিনি সমস্ত কিছুর স্রষ্টা, সমস্ত কিছুর প্রতিপালক - তাঁর কাছে ছাড়া, তাঁর বিধানের বাইরে অন্য আর কোথাও গিয়ে শান্তির নীড় খুঁজে পাওয়া সম্ভব না।
 
Back
Top