‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর মুসলিমগন কেন দাড়ি রাখেন ও গোঁফ ছেটেঁ রাখেন?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,146
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
প্রশ্ন :মুসলিমগন কেন দাড়ি রাখেন ও গোঁফ ছেটেঁ রাখেন?


উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।


‘‘ইবনে উমর বলেন-রাসুল (ﷺ) বলেছেন-অমুসলিমরা যা করে তার উল্টা করো, গোঁফ ছেটে নাও ও দাড়ি বড় কর।’’ সহিহ বুখারী-৭, হাদীস-৭৮০-৭৮১


মুসলিমের আনঅফিশিয়াল উপাধী-


এর পেছনে যুক্তি কি - যেমন একজন ছাত্র সে MBBS পাশ করার পরই তার নামের সাথে ডাক্তার উপাধী যুক্ত হয়, এবং কারে যুক্ত হল । নিজেকে ডাক্তার হিসেবে প্রকাশ করতে তার কোন দ্বিধা বা লজ্জাবোধ কাজ করেনা। একইভাবে দাড়ি মুসলিমের চিহ্ন। দাড়ি রাখতে মুসলিমগন গর্ববোধ করেন আর দুটি দৃশ্যমান নির্দশন হলো টুপি পড়া ও টাখনুর উপর কাপর রাখা। যদি কারো দাড়ি, মাথায় টুপি ও সুন্নতি পোষাক থাকে আপনি খুব সহজেই সনাক্ত করতে পারবেন সে মুসলিম। ধরুন আপনি বাসে ভ্রমন করছেন একজন ভদ্রমহিলা হতে পারে পর্দানশীন তিনিও ভ্রমন করছেন, তখন কেউ যদি ভদ্রমহিলাকে কটুক্তি বা বিরক্ত করতে যায় সে আপনাকে দেখে বিরত হবে যদি বাসে আপনার মত আরও ১০ জন থাকে সে অন্ততপক্ষে ১০ বার চিন্তা করবে ভদ্রমহিলাকে বিরক্ত করা সমচিন হবে কিনা। ঐ বাসে ১০ জন বৃদ্ধ হলেও। কারন সে জানে উত্যক্ত করলে সমস্যায় পড়বে। আল্লাহ বলেন -


‘‘যারা আমার নিদর্শন বিস্বাস করে তাদের সালাম দিন।’’ সুরা আরাফ-৬, আয়াত-৫৪


সালাম ও সহোযোগিতা-


একজন লোক সে বেশ কয়েকবার হজ্ব করেছেন তিনি এক বালক ফল বিক্রেতার নিকট ফল কিনতে আসলে জিজ্ঞেস করলেন-তুমি সালাম দিলানা কেন? বালকটি বললো আমি ভেবেছিলাম আপনি অমুসলিম। এবং সালাম দেয়া অপরিহার্য কর্তব্য প্রত্যেক মুসলিমের জন্য। যদি কারো দাড়ি, টুপি থাকে তবে তাকে খুব সহজেই চিহ্নিত করা যায় এবং এটি মানুষকে সহায়তা করে বিভিন্নভাবে। যখন আপনি অপরিচিত অমুসলিমদের এলাকায় যাবেন (যা সাধারনত পাশ্চাত্য দেশে হয়ে থাকে) স্বভাবতই মসজিদ ও হালাল খাবারের তালাশ আপনাকে করতে হবে। আপনি তখন এমন লোককে খুঁজে বের করবেন যে কিনা মুসলিম।


সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
 

Share this page