মীরাছের উত্তরাধিকারী হওয়ার পথে অন্তরা হলো তিনটি বিষয়ঃ
১. দাসত্বঃ কৃতদাস কারো ওয়ারিছ হবে না এবং তারও কেউ ওয়ারিছ হতে পারবে না; কারণ সে তার মনীবের মালিকানাভুক্ত দাস
২. অন্যায়ভাবে কাউকে হত্যা করাঃ হত্যাকারী নিহত ব্যক্তীর ওয়ারিছ হবে না (যদিও উত্তরাধিকারী হয়), হত্যাকারী ইচ্ছা অথবা ভুলক্রমে যেভাবে হত্যা করুক না কেনো।
৩. ভিন্ন ধর্মালম্বী হওয়াঃ কোনো মুসলিম কোনো কাফেরের ওয়ারিছ হবে না, আর কোনো কাফেরও কোনো মুসলিমের ওয়ারিছ হবে না।
উসামা ইবন যায়েদ (রাদিআল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন, " মুসলিম ব্যক্তি কোনো কাফেরের ওয়ারিছ হবে না এবং কাফেরও মুসলিমের ওয়ারিছ হবে না "(বুখারী, হা. ৬৭৬৪)