ফাযায়েলে আমল মাসজিদে নববীতে ১ মাস ইতিকাফ করার চেয়ে প্রিয় আমল।

Joined
Mar 15, 2025
Threads
19
Comments
20
Reactions
210
আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুল (সা.) এর কাছে এসে জিজ্ঞেস করলো : হে আল্লাহর রাসূল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? রাসূল (সা.) বললেন : যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশী প্রিয়। আর কোন মুসলমানকে খুশী করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। তাকে কোন বিপদ থেকে মুক্ত করে তার কোন ঋণ পরিশোধ করে অথবা তার ক্ষুধা নিবৃত করে তার মুখে হাসি ফুঁটাতে পার। কোনো মুসলমান ভাইকে সাহায্য করার জন্য কোথাও যাওয়া আমার কাছে মাসজিদে নববীতে এক মাস ইতিকাফ করার চেয়ে প্রিয়। যে ব্যক্তি তার ক্রোধ কে কার্যকরী করতে পারা স্বত্বেও ক্রোধকে দমন করে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার মনকে আনন্দে ভরে দেবেন। আর যে ব্যক্তি তার ভাই-এর কোন প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন যখন সবার পা অস্তিত থাকবে ও টলমল করবে, তখন তার পাকে স্থির ও মজবুত করে দিবেন। (আত তারগীব ওয়াত তারহীব ৩/৩৪৬-৩৬১, মাজমাউয যাওয়াইদ ৮/১৯১, সহীহুল জামিয়িস সাগীর ১/৯৭ হা/-১৭৬, হাদীসের মানঃ হাসান)
 

Attachments

  • AddText_03-25-02.05.17.jpg
    AddText_03-25-02.05.17.jpg
    460.8 KB · Views: 60
Back
Top