Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
প্রশ্ন: রাসূল (ﷺ) বলেন,
'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি। ১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে। ২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'। আমার প্রশ্ন, হাদীছে বর্ণিত مُمِیلَاتُ শব্দের অর্থ কী? যেসব নারী এমনভাবে চুল আঁচড়ায়, যাতে পুরুষরা আকৃষ্ট হয়, مُمِيلات দ্বারা কি তাদেরকে বুঝানো হয়েছে, না-কি পুরুষদের প্রতি আকৃষ্টা নারীরা এখানে উদ্দেশ্য?
উত্তর: উক্ত হাদীছে রাসূল (ﷺ) জাহান্নামের দুই প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে, 'ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজোর ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'।
আমভাবে স্ট্র বলতে পোশাক, চলাফেরা, কথাবার্তা ও অন্যান্য বিষয়ে সহজ-সরল পথ থেকে বিচ্যুত সবকিছুকে বুঝায়। আর مُمِيلَاتُ হচ্ছে ঐ সমস্ত নারী, যারা অন্যদেরকে আকৃষ্ট করার জন্য এমন কিছু ব্যবহার করে, যা মূলত ফেতনা সৃষ্টি করে। পুরুষদের জন্য আকর্ষকভাবে চুল আঁচড়ানোও এ শ্রেণির অন্তর্ভুক্ত।
অতএব, এভাবে নারীদের চুল আঁচড়ানো উচিত নয়। কারণ, এতে হাদীছে বর্ণিত বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিষয়টিকে হালকাভাবে নিয়ে শিথিলতা করা কোনোক্রমেই নারীদের জন্য শোভনীয় নয়। সকল প্রকার সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা একজন মানুষের জন্য কল্যাণকর ও নিরাপদ। চুল আঁচড়ানোর অনেক বৈধ পন্থা রয়েছে। অতএব, হারাম পন্থা অবলম্বনের কোনো সুযোগ নেই।
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا ، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ ، مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি। ১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে। ২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'। আমার প্রশ্ন, হাদীছে বর্ণিত مُمِیلَاتُ শব্দের অর্থ কী? যেসব নারী এমনভাবে চুল আঁচড়ায়, যাতে পুরুষরা আকৃষ্ট হয়, مُمِيلات দ্বারা কি তাদেরকে বুঝানো হয়েছে, না-কি পুরুষদের প্রতি আকৃষ্টা নারীরা এখানে উদ্দেশ্য?
উত্তর: উক্ত হাদীছে রাসূল (ﷺ) জাহান্নামের দুই প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে, 'ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজোর ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'।
আমভাবে স্ট্র বলতে পোশাক, চলাফেরা, কথাবার্তা ও অন্যান্য বিষয়ে সহজ-সরল পথ থেকে বিচ্যুত সবকিছুকে বুঝায়। আর مُمِيلَاتُ হচ্ছে ঐ সমস্ত নারী, যারা অন্যদেরকে আকৃষ্ট করার জন্য এমন কিছু ব্যবহার করে, যা মূলত ফেতনা সৃষ্টি করে। পুরুষদের জন্য আকর্ষকভাবে চুল আঁচড়ানোও এ শ্রেণির অন্তর্ভুক্ত।
অতএব, এভাবে নারীদের চুল আঁচড়ানো উচিত নয়। কারণ, এতে হাদীছে বর্ণিত বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিষয়টিকে হালকাভাবে নিয়ে শিথিলতা করা কোনোক্রমেই নারীদের জন্য শোভনীয় নয়। সকল প্রকার সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা একজন মানুষের জন্য কল্যাণকর ও নিরাপদ। চুল আঁচড়ানোর অনেক বৈধ পন্থা রয়েছে। অতএব, হারাম পন্থা অবলম্বনের কোনো সুযোগ নেই।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
প্রশ্ন: কোনো কোনো মুসলিম রাষ্ট্রে নারীদেরকে ফ্রক পরতে দেখা যায়, যা হাঁটু পর্যন্ত ঝুলে থাকে। এমনকি অনেকে হাঁটুর উপরেও উঠিয়ে নেয়। শরীআতে এ জাতীয় পোশাক পরিধানের হুকুম কী? যেসব নারীরা পর্দার বিধানকে অবহেলা করে, তাদের প্রতি আপনার নছীহত কী?
উত্তর: বেগানা পুরুষের সামনে পায়ের নলা বের করে রাখা নিঃসন্দেহে হারাম। তবে মুখ খোলা রাখা তার থেকে গুরুতর অন্যায়। কেননা পায়ের নলার তুলনায় মুখ দেখে পুরুষরা বেশি আকৃষ্ট হয়। পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহ দ্বারা পর্দার অপরিহার্যতা সাব্যস্ত হয়েছে। আমি 'রিসালাতুল হিজাব' নামক একটি পুস্তিকায় বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছি। নারীদের মুখ খোলা রাখার বৈধতা প্রমাণের জন্য যে...
উত্তর: বেগানা পুরুষের সামনে পায়ের নলা বের করে রাখা নিঃসন্দেহে হারাম। তবে মুখ খোলা রাখা তার থেকে গুরুতর অন্যায়। কেননা পায়ের নলার তুলনায় মুখ দেখে পুরুষরা বেশি আকৃষ্ট হয়। পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহ দ্বারা পর্দার অপরিহার্যতা সাব্যস্ত হয়েছে। আমি 'রিসালাতুল হিজাব' নামক একটি পুস্তিকায় বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছি। নারীদের মুখ খোলা রাখার বৈধতা প্রমাণের জন্য যে...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: