উত্তর : চল্লিশা করা যাবে না। কেননা তা পরিষ্কার বিদ‘আত। আর সকল বিদ‘আত ভ্রষ্ট এবং প্রত্যেক ভ্রষ্টই জাহান্নামী (সহীহ মুসলিম, হা/৮৬৭; আবূ দাঊদ, হা/৪৬০৭; নাসাঈ, হা/১৫৭৮; ইবনু মাজাহ, হা/৪৫)।
উল্লেখ্য, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), সাহাবীগণ (রাযিয়াল্লাহু আনহুম), তাবেঈগণ (রাহিমাহুল্লাহ) এবং পরবর্তীতে তাদের অনুসারী সালফে ছালেহীদের কেউ এরূপ করেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না।
উল্লেখ্য, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), সাহাবীগণ (রাযিয়াল্লাহু আনহুম), তাবেঈগণ (রাহিমাহুল্লাহ) এবং পরবর্তীতে তাদের অনুসারী সালফে ছালেহীদের কেউ এরূপ করেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: