ইমাম হাতেম আল আসম্ম (রাহিমাহুল্লাহ) বলেন-
একবার আমি জামা'আতের সাথে সালাত আদায় মিস করলাম। তো এ দৃশ্য দেখে ইমাম আবু ইসহাক আল-বুখারী আমাকে সান্ত্বনা দিলেন (জামা'আত ছুটে যাওয়ায় আমার মন খারাপ দেখে)।
ইমাম হাতেম বলছেন- অথচ যদি আমার কোনো সন্তান মারা যেত, তাহলে কমপক্ষে দশ হাজার মানুষ আমাকে সান্ত্বনা দিয়ে সমবেদনা জানাত। প্রকৃতপক্ষে লোকজনের নিকটে দ্বীনী মুসীবত অধিক নগন্য দুনিয়াবী মুসীবতের চেয়ে। অর্থাৎ- মানুষ দুনিয়ার বিপদের চেয়ে দ্বীনী বিপদকে ছোটো করে দেখে।
– ইতহাফুস সাদাতিল মুত্তাকীন: ৩/৩২৩
একবার আমি জামা'আতের সাথে সালাত আদায় মিস করলাম। তো এ দৃশ্য দেখে ইমাম আবু ইসহাক আল-বুখারী আমাকে সান্ত্বনা দিলেন (জামা'আত ছুটে যাওয়ায় আমার মন খারাপ দেখে)।
ইমাম হাতেম বলছেন- অথচ যদি আমার কোনো সন্তান মারা যেত, তাহলে কমপক্ষে দশ হাজার মানুষ আমাকে সান্ত্বনা দিয়ে সমবেদনা জানাত। প্রকৃতপক্ষে লোকজনের নিকটে দ্বীনী মুসীবত অধিক নগন্য দুনিয়াবী মুসীবতের চেয়ে। অর্থাৎ- মানুষ দুনিয়ার বিপদের চেয়ে দ্বীনী বিপদকে ছোটো করে দেখে।
– ইতহাফুস সাদাতিল মুত্তাকীন: ৩/৩২৩