একবার ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহিমাহুল্লাহ)- কে প্রশ্ন করা হয়, আমলনামা লেখার কাজে নিয়োজিত ফেরেশতারা বান্দার সৎকাজের নিয়ত সম্পর্কে কীভাবে বুঝতে পারে? তারা তো গায়িব বা অদৃশ্যের জ্ঞান রাখে না। উত্তরে তিনি বলেন, '“বান্দা ভালো কাজের নিয়ত করলে, ফেরেশতারা তার সুবাস পেতে শুরু করে এবং সেই সুবাসের ওপর ভিত্তি করেই তার জন্য সাওয়াব লিখতে থাকে।”
– আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খন্ড ১; পৃষ্ঠা: ৫১
– আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খন্ড ১; পৃষ্ঠা: ৫১