‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

মানুষের দুঃখ এবং কষ্ট হওয়া উচিত এই পাঁচটি জিনিসের জন্য

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
816
Comments
960
Reactions
9,039
Credits
4,120
বলা হয়, মানুষের দুঃখ এবং কষ্ট হওয়া উচিত এই পাঁচটি জিনিসের জন্য :

১. সে যেসব গুনাহ করেছে, সেগুলোর জন্য। বিশেষ করে যেহেতু মানুষ নিশ্চিত করে জানে না যে, তার গুনাহ মাফ হবে কি না। সুতরাং তার কৃত পাপের জন্য তার দুঃখ এবং আফসোস হওয়া উচিত।

২. সে নেক আমল করেছে, কিন্তু সে জানে না যে, আল্লাহ তার থেকে তা কবুল করেছেন কি না।

৩. সে ভালো করে জানে যে, তার জীবনের যতটা সময় পার হয়েছে তা সে কীভাবে অতিবাহিত করেছে; কিন্তু সে জানে না জীবনের বাকী সময়টা কেমন হবে।

৪. সে জানে যে, পরকালের জন্য আল্লাহ দুটি বাসস্থান (জান্নাত ও জাহান্নাম) তৈরি করেছেন; কিন্তু সে জানে না, তাকে কোনটিতে নেওয়া হবে।

৫. সে জানে না, আল্লাহ তার ওপর সন্তুষ্ট, না রাগান্বিত।

এই পাঁচটি চিন্তা যাদের মাথায় থাকবে তারা হাসার মতো আগ্রহ পাবে না।

– তানবীহুল গাফিলীন, খণ্ড : ১; পৃষ্ঠা : ২১৩
– যে জীবন মরীচিকা, সমকালীন প্রকাশন
 
Last edited:
COMMENTS ARE BELOW

Share this page