- Joined
- Jan 3, 2023
- Threads
- 700
- Comments
- 845
- Reactions
- 7,431
- Thread Author
- #1
১. মানত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারো জন্য নয়।
২. মানত আল্লাহর আনুগত্যের কাজে হতে হবে, নাফরমানীর কাজে হওয়া যাবে না।
৩. মানতের ক্ষেত্রে বান্দার সক্ষমতা থাকতে হবে, সক্ষম নয় এমন বিষয়ে মানত করা যাবে না।
৪. মানত বান্দার মালিকানাধীন বিষয়ে হতে হবে, মালিকানাধীন নয় এমন বিষয়ে হওয়া যাবে না।
৫. মানত যাতে এমন স্থানে না হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা না হয় অথবা আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের মাধ্যম না হয়।
৬. মানতকারী যেন মানতের কারণে মানতের প্রভাব হয় বলে বিশ্বাস না করে।
— মাআরিজুল কবুল, শাইখ হাফেয ইবনু আহমাদ হাকামী (রহিমাহুল্লাহ), ২/৪৫৫
— আল কওলুল মুফীদ আদিল্লাতিত তাওহীদ (আবশ্যিক তাওহীদ শিক্ষা); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
২. মানত আল্লাহর আনুগত্যের কাজে হতে হবে, নাফরমানীর কাজে হওয়া যাবে না।
৩. মানতের ক্ষেত্রে বান্দার সক্ষমতা থাকতে হবে, সক্ষম নয় এমন বিষয়ে মানত করা যাবে না।
৪. মানত বান্দার মালিকানাধীন বিষয়ে হতে হবে, মালিকানাধীন নয় এমন বিষয়ে হওয়া যাবে না।
৫. মানত যাতে এমন স্থানে না হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা না হয় অথবা আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের মাধ্যম না হয়।
৬. মানতকারী যেন মানতের কারণে মানতের প্রভাব হয় বলে বিশ্বাস না করে।
— মাআরিজুল কবুল, শাইখ হাফেয ইবনু আহমাদ হাকামী (রহিমাহুল্লাহ), ২/৪৫৫
— আল কওলুল মুফীদ আদিল্লাতিত তাওহীদ (আবশ্যিক তাওহীদ শিক্ষা); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী