If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
পুরুষদের ন্যায় মহিলারাও শরীআতের দায়িত্বপ্রাপ্তা। তাই শরীআত কর্তৃক মহিলাদের জন্য যেসব দায়িত্ব ও ইবাদত নির্ধারিত, সেসব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা তাদের ওপর আবশ্যক। যেমন, পবিত্রতা অর্জন করা, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, সম্পদ থাকলে যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ্জ সম্পাদন করা ইত্যাদি। এসব বিষয়ে জ্ঞানার্জন করা তাদের ওপর ওয়াজিব। এসব বিষয়ে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই। দ্বীনী জ্ঞানার্জন প্রতিটি মুসলিম নর-নারীর ওপর ফরয। তবে কাকে কতটুকু জ্ঞান অর্জন করতে হবে, তা ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে।
ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন, ‘মহিলারা পুরুষের মতোই শরীআতের দায়িত্বপ্রাপ্তা। তাই তাদের ওপর যেসব বিষয় ওয়াজিব ও ফরয, সেসব বিষয়ে জ্ঞান অর্জন করা তাদের জন্য ওয়াজিব; যাতে তারা তাদের ওপর অর্পিত বিধানসমূহ যথাযথ ও সুষ্ঠুভাবে পালন করতে পারে।’[1]
[1] আহকামুন নিসা লি-ইবনিল জাওযী, পৃ. ৩৮
ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন, ‘মহিলারা পুরুষের মতোই শরীআতের দায়িত্বপ্রাপ্তা। তাই তাদের ওপর যেসব বিষয় ওয়াজিব ও ফরয, সেসব বিষয়ে জ্ঞান অর্জন করা তাদের জন্য ওয়াজিব; যাতে তারা তাদের ওপর অর্পিত বিধানসমূহ যথাযথ ও সুষ্ঠুভাবে পালন করতে পারে।’[1]
মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল
• মূল: আল্লামা মুহাদ্দিস আমর আবদুল মুনঈম সালিম
• অনুবাদ ও সম্পাদনা : উস্তায আব্দুল্লাহ মাহমুদ
• মূল: আল্লামা মুহাদ্দিস আমর আবদুল মুনঈম সালিম
• অনুবাদ ও সম্পাদনা : উস্তায আব্দুল্লাহ মাহমুদ
[1] আহকামুন নিসা লি-ইবনিল জাওযী, পৃ. ৩৮