Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
প্রশ্ন: অনেক নারী মসজিদে হারামে মুখ খোলা রাখার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করে। কেননা কারও কাছ থেকে তারা শুনেছে যে, মসজিদে হারামে এবং উমরাহ অবস্থায় নারীদের মুখ খোলা রাখা বৈধ। এ বিষয়ে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর: সঠিক কথা হলো, কোনো স্থানেই নারীদের মুখ খোলা রাখা বৈধ নয়, চাই তা মসজিদে হারামে হোক অথবা বাজারে হোক অথবা অন্য কোনো মসজিদে হোক; বরং বেগানা পুরুষের সামনে মুখ ঢেকে রাখা নারীদের উপর ওয়াজিব। কেননা নারীর মুখমণ্ডল আওরাতের (গোপনাঙ্গ) অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন, ছহীহ সুন্নাহ এবং নির্ভুল গবেষণার ভিত্তিতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, বেগানা পুরুষের সামনে নারীরা অবশ্যই মুখ ঢেকে রাখবে। কেননা তাদের সামনে মুখ খোলা রাখলে ফেতনা এবং কামপ্রবৃত্তি জাগ্রত হওয়ার আশঙ্কা রয়েছে।
যেসব নারী তাদের মুখমণ্ডল, চুল, ঘাড়, বুকের উপরিভাগ, দুই হাত সম্পূর্ণরূপে খোলা রেখে বাজারে বাজারে বেহায়াপনা করে বেড়ায়, তাদের দ্বারা সতীসাধ্বী নারীরা যেন প্রভাবিত না হয়। তারা এমনভাবে বাজারে চলাফেরা করে, যেন বাড়িতেই অবস্থান করছে।
নারীদের উচিত, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা। রাসূল (ﷺ) বলেন, 'পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফেতনা আমি রেখে গেলাম না'।
কোনো নারী হজ্জ বা উমরার জন্য ইহরাম বাঁধলে, ঘরে বা তাঁবুতে মুখ খোলা রাখা তার জন্য বৈধ। তবে পাশে কোনো বেগানা পুরুষ থাকলে মুখ ঢেকে রাখা অপরিহার্য, চাই সে মসজিদে অথবা অন্য কোনো স্থানে থাকুক।
উত্তর: সঠিক কথা হলো, কোনো স্থানেই নারীদের মুখ খোলা রাখা বৈধ নয়, চাই তা মসজিদে হারামে হোক অথবা বাজারে হোক অথবা অন্য কোনো মসজিদে হোক; বরং বেগানা পুরুষের সামনে মুখ ঢেকে রাখা নারীদের উপর ওয়াজিব। কেননা নারীর মুখমণ্ডল আওরাতের (গোপনাঙ্গ) অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন, ছহীহ সুন্নাহ এবং নির্ভুল গবেষণার ভিত্তিতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, বেগানা পুরুষের সামনে নারীরা অবশ্যই মুখ ঢেকে রাখবে। কেননা তাদের সামনে মুখ খোলা রাখলে ফেতনা এবং কামপ্রবৃত্তি জাগ্রত হওয়ার আশঙ্কা রয়েছে।
যেসব নারী তাদের মুখমণ্ডল, চুল, ঘাড়, বুকের উপরিভাগ, দুই হাত সম্পূর্ণরূপে খোলা রেখে বাজারে বাজারে বেহায়াপনা করে বেড়ায়, তাদের দ্বারা সতীসাধ্বী নারীরা যেন প্রভাবিত না হয়। তারা এমনভাবে বাজারে চলাফেরা করে, যেন বাড়িতেই অবস্থান করছে।
নারীদের উচিত, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা। রাসূল (ﷺ) বলেন, 'পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফেতনা আমি রেখে গেলাম না'।
কোনো নারী হজ্জ বা উমরার জন্য ইহরাম বাঁধলে, ঘরে বা তাঁবুতে মুখ খোলা রাখা তার জন্য বৈধ। তবে পাশে কোনো বেগানা পুরুষ থাকলে মুখ ঢেকে রাখা অপরিহার্য, চাই সে মসজিদে অথবা অন্য কোনো স্থানে থাকুক।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
এরকম পোশাক ব্যবহারে কোনো আপত্তি নেই। তবে অমুসলিম নারীদের অনুকরণ করা উদ্দেশ্য হলে ভিন্ন হুকুম। অবশ্য বর্তমানে মুসলিম নারীরা এটি ব্যাপকভাবে ব্যবহার করছে, বিশেষ করে ছোটরা।
ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে শরীআতের মূলনীতি হচ্ছে- বৈধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা হারাম সাব্যস্ত হয়। যেমন- বিভিন্ন রীতিনীতি, পারস্পরিক লেনদেন, খাবার-পানীয় ইত্যাদি। পক্ষান্তরে ইবাদতের ক্ষেত্রে শরীআতের মূলনীতি হচ্ছে- নিষিদ্ধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা বৈধতা সাব্যস্ত হয়।
ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে শরীআতের মূলনীতি হচ্ছে- বৈধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা হারাম সাব্যস্ত হয়। যেমন- বিভিন্ন রীতিনীতি, পারস্পরিক লেনদেন, খাবার-পানীয় ইত্যাদি। পক্ষান্তরে ইবাদতের ক্ষেত্রে শরীআতের মূলনীতি হচ্ছে- নিষিদ্ধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা বৈধতা সাব্যস্ত হয়।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
...মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: