উত্তর: সুন্নাহ হলো, আপনি তাকে দান করবেন। তবে যদি তার ব্যাপারে আপনি জানেন যে, সে একজন মিথ্যুক, সে মূলত ধনী; তাহলে তাকে না দিয়ে বরং নসিহত করুন। তাকে বলুন: "আল্লাহকে ভয় করো, তোমার জন্য এটা জায়েয নয়।"
কিন্তু যদি আপনি তাকে ফকির হিসেবেই চিনে থাকেন বা তার অবস্থা সম্পর্কে না জেনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে দান করবেন- এটাই সুন্নাহ। কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন:
অন্য আয়াতে বলেছেন:
সুতরাং সুন্নাহ হলো, কাউকে মিথ্যুক বা ধনী জানা না থাকলে তাকে দান করবেন এবং দয়াদ্র আচরণ করবেন।
কিন্তু যদি আপনি তাকে ফকির হিসেবেই চিনে থাকেন বা তার অবস্থা সম্পর্কে না জেনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে দান করবেন- এটাই সুন্নাহ। কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন:
وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِِ وَالْمَحْرُومِ
আর তাদের মালে ভিক্ষুক ও বঞ্চিতদের হক রয়েছে। -(সূরা যারিয়াত, ১৯)অন্য আয়াতে বলেছেন:
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ
আর ওরা তো তারাই, যাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের জন্য নির্ধারিত হক রয়েছে। -(সূরা মা'আরিজ, ২৪-২৫)সুতরাং সুন্নাহ হলো, কাউকে মিথ্যুক বা ধনী জানা না থাকলে তাকে দান করবেন এবং দয়াদ্র আচরণ করবেন।
উত্তর প্রদানে: শায়খ আব্দুল আযীয বিন বায রহিমাহুল্লাহ।