প্রশ্নোত্তর ভাষাগত অর্থে রাজনীতি বলতে কি বুঝায়?

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,046
ভাষাতাত্ত্বিক অর্থে রাজনীতি বলতে বোঝায় উত্তম শাসন ও প্রশাসন। এর একটি উদাহরণ হলো, একজন রাজার তার প্রজাদের উপর কার্যকর ব্যবস্থাপনা।

অন্যদিকে শরীয়াহভিত্তিক রাজনীতি (সিয়াসাতুশ শার‘ইয়্যাহ) হলো কুরআন ও সুন্নাহর আলোকে সমাজের সুষ্ঠু পরিচালনা। রাজনীতি দ্বীন ইসলামের একটি একটি অবিচ্ছেদ্য অংশ।

বুখারী ও মুসলিম তাদের সহীহ গ্রন্থে আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

বনী ঈসরাইলকে নবীরা শাসন করতেন; যখনই কোনো নবীর মৃত্যু হতো, অন্য একজন তার স্থলাভিষিক্ত হতেন। কিন্তু আমার পরে কোনো নবী আসবে না। বরং, খলিফারা আসবে, যারা আমার স্থলাভিষিক্ত হবে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কী করার আদেশ দেন?’ তিনি উত্তর দিলেন, ‘তোমরা তাদের প্রতি একের পর এক আনুগত্যের শপথ পূরণ করো...’

রাজনীতি তিন প্রকারঃ—

১) শরীয়াহভিত্তিক রাজনীতি (সিয়াসাতুন শার‘ইয়্যাহ):

এটি হলো বাদশাহ, সুলতান, রাষ্ট্রপ্রধানদের কুরআন-সুন্নাহর ভিত্তিতে জনগণের পরিচালনা। এটিই শরীয়াহসম্মত রাজনীতি।

২) শয়তানী রাজনীতি (সিয়াসাতুন শাইতানিয়্যাহ):

এটি মিথ্যা ও প্রতারণার রাজনীতি, যা আমাদের সময়ে বিদ্যমান।

৩) অনুমোদিত রাজনীতি (সিয়াসাতুম মুবাহাহ):

এটি রাজা ও রাষ্ট্রপতিদের শাসনকে বোঝায়—অর্থাৎ, উত্তম প্রশাসন যা শরীয়াহর সাথে সাংঘর্ষিক নয়। এই ধরনের রাজনীতি অনুমোদিত।

আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার " كتاب "السياسة الشرعية في إصلاح الراعي والرعية " বইটি পড়ার পরামর্শ দিচ্ছি, যা আমাদের ঈমানী ভাই আলী বিন মুহাম্মাদ আল-মাগরিবী হাফিযাহুল্লহ কর্তৃক সম্পাদিত।

আল্লাহ সবাইকে তাঁর প্রিয় ও সন্তুষ্ট কাজে পরিচালিত করুন, এবং সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।

শাইখ মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিঈ রহিমাহুল্লাহ
 

Attachments

  • FB_IMG_1742577595916.jpg
    FB_IMG_1742577595916.jpg
    119.4 KB · Views: 65
Back
Top