প্রশ্ন ব্যবসা হালাল -হারাম সম্পর্কে

Joined
May 23, 2025
Threads
1
Comments
1
Reactions
8
আসসালামু আলাইকুম।

আমি আগে হারাম টাকার মাধ্যমে হাতের কাজ শিখেছি, যেমন: হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড পেইন্টিং ইত্যাদি। কাজগুলো শেখার জন্য যে জিনিসপত্র দরকার (সুতা, কাপড়,রং, সূচ) — সবই হারাম টাকায় কেনা হয়েছিল।

এখন আমি হালাল পুঁজির মাধ্যমে একটি অনলাইন ব্যবসা শুরু করতে চাই।
আমার প্রশ্ন হলো–এই কাজ দিয়ে উপার্জন করা কি আমার জন্য জায়েজ হবে?
কারণ আমি যে দক্ষতা ব্যবহার করব, সেটা হারাম টাকার মাধ্যমে শেখা।
আর যদি জায়েজ না হয়ে থাকে, তবে এখন আমার করণীয় কী?
দয়া করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে উত্তর দিলে উপকৃত হবো।

~জাযাকাল্লাহু খাইর
 
Back
Top