মাইমুন বিন মিহরান রহ. বলেন : “কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না সে নিজের সাথীর সমালোচনা করার চেয়েও নিজের সমালোচনা বেশি করবে। সে ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না সে জেনে নেবে যে, কোথা থেকে আসে তার খাবার? কোথা থেকে আসে তার পোশাক? কোথা থেকে আসে তার পানীয়? সেটা কী হালাল উৎস থেকে আসে নাকি হারাম উৎস থেকে ?”
* মুত্তাকি হলো— ঈমান আনার পাশাপাশি যে সত্যিকার অর্থে সব প্রকার নিয়ম-নীতি মেনে চলছে।
– হিলইয়াতুল আউলিয়া: ৪/৮৯
– অন্তরের আমল, ১ম খন্ড, লেখক: শাইখ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন