বেশিরভাগ "যাদু"ই হলো নিছক ভ্রম

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,116
শায়খ ফায়সাল আল-হাশিদী হাফিযাহুল্লাহ্ লিখেছেন:
অনেক মানুষই কল্পনা করে যে তারা যাদু, হিংসা বা বদনজরের শিকার হয়েছে। বাস্তবে, এটা প্রায়শই শয়তানের প্রতারণা ছাড়া আর কিছুই নয়, যার মাধ্যমে সে তাদের মন নিয়ে খেলা করে।

কিছু রাক্বী (রুকিয়াহ্ প্রদানকারী) বিষয়টি আরও খারাপ করে তোলেন: তারা প্রতিটি ব্যথাকে যাদু বলে, প্রতিটি ফিসফিসানিকে বদনজর বলে এবং প্রতিটি দুর্ভাগ্যকে হিংসা বলে চিহ্নিত করেন। এইভাবে, আক্রান্ত ব্যক্তিকে একটি বিভ্রম থেকে অন্য বিভ্রমের দিকে চালিত করা হয় এবং কখনও কখনও, এই রাক্বীরা সেই বিভ্রমকে আরও গভীর ও শক্তিশালী করতেও সাহায্য করেন।
সালাফগণ (পূর্বসূরিগণ) অসুস্থতাগুলোকে যাদু, বদনজর বা হিংসা বলে নির্দিষ্টভাবে চিহ্নিত করতেন না। বরং, তারা সুনির্দিষ্ট রোগ নির্ণয় না করেই অসুস্থ ব্যক্তির জন্য রুকিয়াহ্ করতেন, এবং তারা পার্থিব লাভের জন্য রুকিয়াহকে পেশায় পরিণত করেননি।

উৎস:
القناة الرسمية للشيخ الباحث المفيد أبي عبد الله فيصل الحاشدي
 
Back
Top