"বৃষ্টির সময় দোয়া কবুল হয়" মর্মে কোন সহিহ হাদিস নেই।
বর্ননা:
نَا ابْنُ الْبَرْقِيِّ، نَا ابْنُ أَبِي مَرْيَمَ، نَا مُوسَى بْنُ يَعْقُوبَ، أَخْبَرَنِي رِزْقُ بْنُ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ , قَالَ: أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَتَحْتَ الْمَطَرِ» يَعْنِي: أَنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ
সাহল ইবনে সা'দ (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন,"বৃষ্টির সময় দোয়া ফেরত দেয়া হয়না (কবুল করা হয়)।"
(মুসনাদে রুয়াঈনী, হা/১০৪৭; আবু দাউদ, হা/২৫৪০; মুস্তাদরাকে হাকেম; হা/২৫৩৪; তাবারানি, হা/৫৭৫৬)
তাহক্বীক্বঃ সানাদ দ্বঈফ (দুর্বল)।
কারণ, সানাদের রাবী রযীক ইবনে সাইদ মাজহুল (অজ্ঞাত)।
হাফিয ইবনু হাজার আসকালানী (রহ.) তাকে মাজহুল (অজ্ঞাত) বলেছেন।
رزيق ابن سعيد ابن عبد الرحمن المدني ويقال رزق بكسر أوله وسكون الزاي مجهول من الثامنة
(তাক্বরীবুত তাহযীব, রাবী নং ১৯৩৭)
সুতরাং বৃষ্টির সময় দোয়া কবুল হয় মর্মে হাদিসটি বিশুদ্ধ নয়।
তবে বৃষ্টির সময় দোয়া করা এবং বৃষ্টিতে ভিজা সুন্নাত:
আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন: "আল্লাহুম্মা, সায়্যিবান নাফিআ" (হে আল্লাহ, এ যেন হয় কল্যাণকর বৃষ্টি)।
(সহীহ বুখারি: ১০৩২)
আনাস (রা.) কর্তৃক বর্ণিত তিনি বলেন: একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম; তখন আমাদেরকে বৃষ্টি পেল। তিনি বলেন: তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টি লাগে। তখন আমরা বললাম: ইয়া রাসূলুল্লাহ! আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন: "কারণ বৃষ্টি তাঁর প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত"।
(সহিহ মুসলিম: ৮৯৮)
Source: এন্টি জাহেলিয়্যাত | "বৃষ্টির সময় দোয়া কবুল হয়" মর্মে কোন সহিহ হাদিস নেই। | Facebook
বর্ননা:
نَا ابْنُ الْبَرْقِيِّ، نَا ابْنُ أَبِي مَرْيَمَ، نَا مُوسَى بْنُ يَعْقُوبَ، أَخْبَرَنِي رِزْقُ بْنُ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ , قَالَ: أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَتَحْتَ الْمَطَرِ» يَعْنِي: أَنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ
সাহল ইবনে সা'দ (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন,"বৃষ্টির সময় দোয়া ফেরত দেয়া হয়না (কবুল করা হয়)।"
(মুসনাদে রুয়াঈনী, হা/১০৪৭; আবু দাউদ, হা/২৫৪০; মুস্তাদরাকে হাকেম; হা/২৫৩৪; তাবারানি, হা/৫৭৫৬)
তাহক্বীক্বঃ সানাদ দ্বঈফ (দুর্বল)।
কারণ, সানাদের রাবী রযীক ইবনে সাইদ মাজহুল (অজ্ঞাত)।
হাফিয ইবনু হাজার আসকালানী (রহ.) তাকে মাজহুল (অজ্ঞাত) বলেছেন।
رزيق ابن سعيد ابن عبد الرحمن المدني ويقال رزق بكسر أوله وسكون الزاي مجهول من الثامنة
(তাক্বরীবুত তাহযীব, রাবী নং ১৯৩৭)
সুতরাং বৃষ্টির সময় দোয়া কবুল হয় মর্মে হাদিসটি বিশুদ্ধ নয়।
তবে বৃষ্টির সময় দোয়া করা এবং বৃষ্টিতে ভিজা সুন্নাত:
আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন: "আল্লাহুম্মা, সায়্যিবান নাফিআ" (হে আল্লাহ, এ যেন হয় কল্যাণকর বৃষ্টি)।
(সহীহ বুখারি: ১০৩২)
আনাস (রা.) কর্তৃক বর্ণিত তিনি বলেন: একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম; তখন আমাদেরকে বৃষ্টি পেল। তিনি বলেন: তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টি লাগে। তখন আমরা বললাম: ইয়া রাসূলুল্লাহ! আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন: "কারণ বৃষ্টি তাঁর প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত"।
(সহিহ মুসলিম: ৮৯৮)
Source: এন্টি জাহেলিয়্যাত | "বৃষ্টির সময় দোয়া কবুল হয়" মর্মে কোন সহিহ হাদিস নেই। | Facebook