বিয়ের জন্য জীবনসঙ্গী বাছাই

বিয়ের জন্য জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রে তিনটি জিনিস মাথায় রাখতে হবে— তা হলো : ১. শুধুমাত্র শারীরিক সৌন্দর্যকে প্রাধান্য না দেয়া, এটা সাময়িক ভালোলাগা সৃষ্টি করে। ২. ভালোবাসার জন্য এমন কোন কারণ না রাখা যেটা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। ৩. আক্বিদা, মতাদর্শের মিল থাকা।

ইমাম ইবনু হাযম (৪৬৩ হি.) এই ৩ টি পয়েন্ট বলেন—

১.

ولو كان علة الحب حسن الصورة الجسدية لوجب ألا يستحسن الأنقص في الصورة، ونحن نجد كثيراً ممن يؤثر الأدنى ويعلم فضل غيره ولا يجد محيداً لقلبه عنه.

যদি ভালোবাসার কারণ কেবল শারীরিক সৌন্দর্য হতো, তাহলে সৌন্দর্যে কম এমন কোনো কিছুকে পছন্দ না করা আবশ্যক হতো। কিন্তু আমরা দেখি, অনেকেই তাদের চেয়ে কম সুন্দর কাউকে বেশি পছন্দ করে এবং অন্যজনের শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও তার মনকে সেই ব্যক্তি থেকে ফেরাতে পারে না।

২.

وربما كانت المحبة لسبب من الأسباب، وتلك تفنى بفناء سببها، فمن ودك لأمر ولي مع انقضائه.

অনেক সময় ভালোবাসা কোনো নির্দিষ্ট কারণে সৃষ্টি হয় এবং সেই কারণ বিলুপ্ত হয়ে গেলে ভালোবাসাও শেষ হয়ে যায়। যে ব্যক্তি কোনো কিছুর জন্য তোমাকে ভালোবাসত, সেই কারণটি চলে গেলে সেও চলে যায়।

৩.

القول أننا علمنا أن المحبة ضروب، فأفضلها: محبة المتحابين في الله عز وجل، إما لاجتهاد في العمل، وإما لاتفاق في أصل النحلة والمذهب ، وإما لفضل علم بمنحه الإنسان.

"আমাদের কথা হলো, ভালোবাসা অনেক ধরনের হয়। এর মধ্যে সবচেয়ে ভালো ভালোবাসা হলো আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। এর কারণ হতে পারে— হয় ভালো আমল করার জন্য একে অপরকে উৎসাহিত করা, অথবা আক্বিদা বা মতাদর্শের মিল থাকা, অথবা এমন জ্ঞান বা গুণের কারণে যা আল্লাহ কোনো মানুষকে দান করেছেন।"

[ তাওকুল হামামা, ইবনু হাযম আন্দালুসী (পৃষ্ঠা ৯৫) ]
 
Similar threads Most view View more
Back
Top