‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বিবাহ ও দাম্পত্য বিয়ের আংটি পরার বা প্রদানের বিধান কি?

Threads
6
Comments
11
Reactions
47
Credits
152
শাইখ সালিহ আল-ফাওযান (হাফিযাহুলাহ) বলেছেন:

“বিয়ের আংটি (Wedding ring) এর ব্যাপারে যদি বলা হয়, তাহলে এটি মুসলমানদের ঐতিহ্য নয়। এটি মূলত এমন একটি আংটি যা বিবাহ উপলক্ষে (ভিন্ন সংস্কৃতিতে) পরা হয় । যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে, এটি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে এবং এটি খুলে রেখে দিলে এবং না পরলে তা বৈবাহিক সম্পর্ককে প্রভাবিত করবে , তাহলে এটি শিরক হিসাবে বিবেচিত হবে । এবং তা আইয়্যামে জাহেলিয়াতের বিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই কোনো অবস্থাতেই বিয়ের আংটি পরা অনুমোদিত নয়।

প্রথমত: এটি ঐসকল লোকদের অন্ধ অনুসরণ, যাদের সাথে কোনো কল্যাণ নেই। এটি মুসলমানদের কাছে একটি ভিনদেশী রীতি এবং এটি মুসলমানদের প্রচলিত রীতিনীতির অন্তর্ভুক্ত নয়।

দ্বিতীয়ত: যদি এটি এমন কোনো বিশ্বাসের সাথে
সম্পৃক্ত হয় যে: এটি বৈবাহিক সম্পর্ককে প্রভাবিত করার ক্ষমতা রাখে, তাহলে এই কাজটি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে।"

[আল মুনতাকা মিন ফাতাওয়া আশ শাইখ সালিহ আল ফাওযান, পৃষ্ঠা ১৩১৩]
 
COMMENTS ARE BELOW

Md Rahul Khan

Well-known member

Threads
13
Comments
47
Reactions
160
Credits
212
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১
হাদিসের মান: হাসান সহিহ
 

Share this page