বিবাহ ও দাম্পত্য বিয়ের জন্য পাত্র নির্বাচনের ক্ষেত্রে পাত্র সহীহ আকীদায় বিশ্বাসী কি না এটা কিভাবে বুঝা যাবে?

Joined
Feb 23, 2023
Threads
347
Comments
399
Reactions
1,904
কোন ব্যক্তি সহীহ আকীদা সম্পন্ন ব্যক্তি কিনা তা বুঝা যাবে আকীদা সংক্রান্ত বিষয়গুলো তার সাথে আলোচনার মাধ্যমে।

আপনি নিজে যখন সহীহ আকীদার মূল বিষয়গুলো জানেন বা যে ব্যক্তি জানে সে যখন তার সাথে এ বিষয়ে কথা বলবে, তখন তার কাছে এটি স্পষ্ট হয়ে যাবে।
তবে বাহ্যিকভাবে সহীহ আকীদা সম্পন্ন ব্যক্তিকে চেনা যাবে-
যখন দেখবেন, সে সহীহ আকীদা সম্পন্ন আলেমদেরকে ভালবাসে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের বক্তব্য শুনে বা তাদের লিখিত বই-পুস্তক অধ্যয়নের পাশাপাশি সেগুলো আমল করার চেষ্টা করে।

যখন দেখবেন, সে সহীহ হাদীসে বর্ণিত পদ্ধতিতে সালাত আদায় করে।

যখন দেখবেন, সে শিরক, বিদ‌আত, কবর-মাযার ভক্তি, তাবিজ-কবজ ইত্যাদি থেকে দুরে থাকে। সেই সাথে বিদআতী বক্তা, লিখনী ইত্যাদি থেকে দুরে থাকে।

যখন দেখবেন, সে সুন্নতকে সম্মান করে আর বিদআতকে ঘৃণা করা

যখন দেখবেন, সে তার সমস্ত আমল দলীল নির্ভর হয়েছে কি না তা জানার জন্য উদ্গ্রীব থাকে।
এভাবে বাহ্যিকভাবে একজন সহীহ আকীদা সম্পন্ন ব্যক্তিকে চেনা যাবে।

আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবন তৈরি করে দিন এমন ব্যক্তিদের মাধ্যমে যারা কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে দাম্পত্য জীবনকে সুখ-সমৃদ্ধিতে ভরে দেয়ার পাশাপাশি আখিরাতের নাজাতের জন্য চেষ্টা করে। আমীন।

উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
 
Similar threads Most view View more
Back
Top