• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

আকিদা বিশুদ্ধ আকিদার পদস্খলন থেকে বাঁচার উপায়

Habib Bin Tofajjal

If you're in doubt ask الله.

Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
690
Comments
1,222
Solutions
17
Reactions
7,100
Credits
5,773
১। সহীহ আক্বীদা গ্রহণের জন্য কুরআন ও সুনড়বাহর দিকে ফিরে আসা: যেমন সালফে সালিহীনগণ এ দু’স্থান হতে তাদের আক্বীদা গ্রহণ করতেন। এ উম্মাতের প্রথম যুগের লোকেরা যা দিয়ে কল্যাণ লাভ করেছেন তা ব্যতীত শেষ যুগের লোকদেরও কল্যাণ লাভ হতে পারে না। সে সাথে পদস্খলিত দলসমূহের আক্বীদা সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। প্রতিবাদ ও পদস্খলন থেকে বাঁচার জন্য এসকল দলের সংশয়গুলো জানতে হবে। কেননা যে ব্যক্তি মন্দ সম্পর্কে জানে না সে ব্যক্তি মন্দের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

২। শিক্ষার প্রতিটি স্তরে সহীহ আক্বীদা তথা সালফে সালিহীনগণের আক্বীদা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা: শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটি শ্রেণীতেও পর্যাপ্ত পরিমাণ আক্বীদার পাঠদান রাখতে হবে। পরীক্ষার সময়েও এ বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।​

৩। পাঠ্যসূচি নির্ধারণ: নির্ভরযোগ্য সালাফী আলিমগণের বিশুদ্ধ কিতাবগুলোকে পাঠ্যসূচি হিসাবে গ্রহণ করা। আর সূফী, বিদ‘আতী, জাহমিয়া, মু'তাযিলা, আশা‘ইরা, মাতুরিদীয়্যাহ ও অন্যান্য পদস্খলিত দলসমূহের কিতাবাদি থেকে দূরে থাকতে হবে। তবে তাদের কিতাবসমূহে যে বাতিল আক্বীদা ও আমল রয়েছে তা জেনে তার প্রতিবাদ করা ও তা থেকে বেঁচে থাকার জন্য এ সকল বাতিলপন্থীদের কিতাবাদি পড়াতে কোন অসুবিধা নেই।

৪। দাঈ (আল্লাহর পথে আহব্বানকারী) নিয়োগ: কিছু ন্যায়পরায়ণ দাঈগণকে মানুষের সামনে সালাফগণের আক্বীদা তুলে ধরার জন্য কাজ করতে হবে। সে সাথে তারা সহীহ আক্বীদা হতে বিচ্যুত দলগুলোর ভ্রষ্টতাকে দূর করবেন।​



আক্বীদাতুত তাওহীদ।
শাইখ ড. সালিহ ইবনে ফাওযান আল ফাওযান।​
 
COMMENTS ARE BELOW

Share this page