বিবাহ ও দাম্পত্য বিয়ের আগে একজন বাগদত্ত তার বাগদত্তার কী দেখতে পারবে?

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,119
প্রশ্ন: যদি একজন পুরুষ একজন যুবতী মহিলাকে বিবাহের প্রস্তাব দেয়, তাহলে তার জন্য কি তাকে দেখা বাধ্যতামূলক? এছাড়াও, যুবতী মহিলার জন্য কি তার হবু স্বামীর জন্য তার চুল খোলা এবং তার সৌন্দর্য আরও বেশি করে প্রকাশ করা সঠিক? আমাদের উপদেশ দিন, এবং আল্লাহ আপনাকে উপকৃত করুন।

উত্তর: এতে কোন আপত্তি নেই, তবে এটি বাধ্যতামূলক নয়। বরং, তার জন্য তাকে দেখা এবং তার জন্য তাকে দেখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবকারীকে তার দিকে তাকানোর নির্দেশ দিয়েছেন, কারণ এতে তাদের মধ্যে মিলমিশ হওয়ার সম্ভাবনা বেশি। তাই যদি সে তার মুখ, হাত ও মাথা তার জন্য খুলে দেয়, তবে সবচেয়ে সঠিক মত অনুযায়ী এতে কোন আপত্তি নেই।
কিছু আলেম বলেছেন যে তার জন্য তার মুখ ও হাত দেখাই যথেষ্ট, তবে সবচেয়ে সঠিক মত হল পূর্বোক্ত হাদীস অনুযায়ী তার মাথা, মুখ, হাত ও পা দেখতে কোন আপত্তি নেই। কিন্তু তার জন্য তার সাথে একাকী থাকা জায়েজ নয়; বরং তার পিতা, তার ভাই বা অন্য কেউ তার সাথে উপস্থিত থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ

"কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনে থাকতে পারবে না যতক্ষণ না তার সাথে কোন মাহরাম থাকে।"
তিনি আরও বলেছেন:

لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ

"কোন পুরুষ কোন মহিলার সাথে একা থাকবে না, কারণ শয়তান তাদের তৃতীয় জন হবে।"
ইমাম মুসলিম একটি সহীহ সনদে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি বর্ণনা করেছেন।

উত্তর প্রদান করেছেন শাইখ ইবনে বায রাহিমাহুল্লাহ
ফতওয়া ইসলামিয়া ৫ম খণ্ড(ইংরেজি)
 
Similar threads Most view View more
Back
Top