এ ধরনের কাগজ দস্তরখানা হিসাবে ব্যবহার বা তা বিছিয়ে বসা বা এ জাতীয় কোন কাজ করা জায়েয নয়। কেননা তা করলে আল্লাহর নাম, তাঁর কালাম ও নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীসের অপব্যবহার ও অসম্মান করা হয়। প্রত্যেক মুসলিমের জন্য এ সকল কাজ থেকে বিরত থাকা উচিত এবং আল্লাহর নাম, তাঁর কালাম, তাঁর নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কালামের প্রতি সম্মান প্রদর্শন করা ওয়াজিব। যাতে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ সম্মান প্রদর্শন করা হয় (শায়খ ছালেহ আল-উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ দার্ব, পৃ. ৩৫-৩৬)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: