A
Anonymous User
Guest
- Thread Author
- #1
বিপদের সময় ঈমানদারের ঈমান স্পষ্ট হয়। সে অনেক বেশি দোয়া করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাড়ার কোনো নিদর্শন দেখতে পায় না। নিরাশার কারণ বেশি হয়ে পড়লেও তার আশা-ভরসা ফুরিয়ে যায় না। কারণ সে জানে কোনটা কল্যাণকর সেটা আল্লাহই ভালো জানেন।
- ইবনুল জাওযী رحمه الله
[সাইদুল খাত্বের: ৪৩৮]
- ইবনুল জাওযী رحمه الله
[সাইদুল খাত্বের: ৪৩৮]