আদব ও শিষ্টাচার বিনয়ী ও সহজ-সরল ব্যক্তির মর্যাদা

Joined
Jan 3, 2023
Threads
862
Comments
1,026
Reactions
9,180
• আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদিআল্লাহু আনহু) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন, ‘আমি কি তোমাদেরকে ঐ ব্যক্তি সম্পর্কে সংবাদ দিব না যার উপর জাহান্নামের আগুন হারাম? তারা বললেন, হ্যাঁ, বলুন, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। তিনি বললেন, প্রত্যেক সহজ-সরল, নম্র-ভদ্র ও সাদামাটা ব্যক্তি।’ [1]

• আবু ইনাবা খওলানী (রাদিআল্লাহু আনহু) বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয় যমীনবাসীদের মাঝে আল্লাহর অনেক পাত্র রয়েছে। আর তোমাদের রবের পাত্রগুলো হচ্ছে তাঁর সৎকর্মশীল বান্দাদের অন্তর সমূহ। আর এই অন্তর সমূহের মধ্যে তাঁর নিকটে অধিক প্রিয় অন্তর হল নম্র ও কোমল অন্তর।’ [2]

• মাকহুল (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মুমিনগণ সহজ-সরল ও নম্র। তারা যেন নাক ফোঁড়ানো লাগাম পরিহিত উটের ন্যায়, যাকে টানা হলে চলতে থাকে আর পাথরের উপরে বসতে বলা হলে তাতেই বসে পড়ে।’ [3]

[1] ছহীহ ইবনু হিব্বান, হা/৪৭০; মুসনাদু ইবনু আবী শায়বা, হা/৪১০; মিশকাত, হা/৫০৮৪; সনদ ছহীহ লিগায়রিহি, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/২৬৭৬: ছহীহুল জামে', হা/২৬০৯
[2] মুসনাদুশ শামিয়ীন, হা/৮৪০; সনদ হাসান, ছহীহুল জামে', হা/২১৬৩; সিলসিলা ছহীহাহ, হা/১৬৯১
[3] বায়হাক্বী, শু'আবুল ঈমান, হা/৮১২৮; মিশকাত, হা/৫০৮৬; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/৯৩৬


– আমলে সালেহ (২য় খন্ড), লেখক: শাইখ সামী মুহাম্মাদ, তাহকীক: আলবানী, অনুবাদ-সম্পাদক: ড. মুযাফফর বিন মুহসিন; আছ ছিরাত প্রকাশনী
 
Similar threads Most view View more
Back
Top