Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,522
- Thread Author
- #1
মুসা আলাইহিস সালামের সময় খুব সাদাসিধে প্রকৃতির একটি লোক ছিল। লোকটি মাঠে গাধা চরাত। সে লোকটি একবার বলে বসল, ‘হে আল্লাহ, তোমার যদি গাধা থাকত তাহলে আমার গাধাগুলোর সাথে তোমারটাও চরাতাম।’
মুসা আলাইহিস সালাম এ কথা শুনে প্রচণ্ড রাগ করলেন। আল্লাহ তাআলা তার কাছে এই মর্মে ওহি প্রেরণ করলেন-
‘হে মুসা, শুনে রাখো, আমি মানুষের বিদ্যা, বুদ্ধি ও বিবেক অনুযায়ী তার কাছ থেকে হিসাব নিই।’
— আত তারগিব ওয়াত তারহিব : ২৫৯; শুআবুল ঈমান, বাইহাকি : ৪৩১৯; উয়ূনুল আখবার, খন্ড : ২
মুসা আলাইহিস সালাম এ কথা শুনে প্রচণ্ড রাগ করলেন। আল্লাহ তাআলা তার কাছে এই মর্মে ওহি প্রেরণ করলেন-
‘হে মুসা, শুনে রাখো, আমি মানুষের বিদ্যা, বুদ্ধি ও বিবেক অনুযায়ী তার কাছ থেকে হিসাব নিই।’
— আত তারগিব ওয়াত তারহিব : ২৫৯; শুআবুল ঈমান, বাইহাকি : ৪৩১৯; উয়ূনুল আখবার, খন্ড : ২